• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে পরকীয়া আর কূটকচালিতেই মজেছে দর্শকেরা, TRP-র অভাবে ৫ মাসেই শেষ জি বাংলার এই সিরিয়াল 

Published on:

Zee Bangla popular child focus serial Bodhisotter Bodh Buddhi ennding in only 5 months

টেলিভিশনের পর্দায় এখন একের পর এক সিরিয়াল (Bengali Serial) বন্ধের হিড়িক। জি বাংলা হোক কিংবা স্টার জলসা উভয় চ্যানেলের ক্ষেত্রেই চিত্রটা খানিকটা একই। একের পর এক নতুন সিরিয়ালকে জায়গা দিতে এখন আর পুরোনো সিরিয়াল নেই বললেই চলে। এমনিতে আজকের দিনে বেশিরভাগ বাংলা সিরিয়াল মানেই হয় সাংসারিক কূটকচালি, নয় পরকীয়া।

তাই ছক ভেঙে দর্শকদের একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল উপহার দিতে জি বাংলাতেই  বাচ্চাদের নিয়ে একেবারে শিশু কেন্দ্রিক সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhiswatter Bodhbudhi) নিয়ে এসেছিলেন  পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Shubhankar Chatterjee)। প্রসঙ্গত ইনি সাধারণত রিয়ালিটি শোয়ের পরিচালনার দায়িত্বে থাকেন। ‘দাদাগিরি’, ‘মিরাক্কেল’ এবং ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোগুলির পরিচালনা করেছেন তিনি।

বোধিসত্ত্বের বোধবুদ্ধি,Bodhiswatter Bodhbudhi,শুভঙ্কর চট্টোপাধ্যায়,Shubhankar Chatterjee,টিআরপি,TRP,সোনালী চৌধুরী,Sonali Choudhury

তাই বোধিসত্ত্বের বোধবুদ্ধিই ছিল তার প্রথম সিরিয়াল। কিন্তু প্রথমদিকে ভালো টি আর পি দিলেও ইদানিং সিরিয়ালের টি আর পি (TRP) একেবারে তলানিতে ঠেকেছে। যার ফলে চলতি জুলাই থেকে এই পর্যন্ত মাত্র ৫ মাসেই শেষ হচ্ছে ছোট্ট বোধির সফর। গতকালই শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। জানা যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর টিভির পর্দায় শেষ বারের মতো সবার মুখে হাসি ফোটাবে ছোট্ট বোধি।

সিরিয়ালের শেষ পর্বের শুটিং সেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বোধিসত্বের পর্দার মা অর্থাৎ অভিনেত্রী সোনালী চৌধুরী (Sonali Choudhury)। পর্দার দীপালি এদিন আজকাল ডট ইন-কে জানিয়েছেন বাড়িতে তার সময় কাটে নিজের একমাত্র সন্তানকে নিয়ে। কিন্তু এতদিন সেটে আসলেই পেতেন অনেক ছেলেমেয়ে। অভিনেত্রীর কথায় ‘যেন কোল ভরে থাকত। খুব ভাল লাগত। বড্ড ফাঁকা ফাঁকা লেগবে এবার।’

বোধিসত্ত্বের বোধবুদ্ধি,Bodhiswatter Bodhbudhi,শুভঙ্কর চট্টোপাধ্যায়,Shubhankar Chatterjee,টিআরপি,TRP,সোনালী চৌধুরী,Sonali Choudhury

কিন্তু বোধিসত্বের মতো ভিন্ন স্বাদের সিরিয়ালের স্বল্প আয়ু দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি ছোট পর্দায় দর্শক কূটকচালিই দেখতে চান? এপ্রসঙ্গে অভিনেত্রী সোনালী চৌধুরী জানান, শুরুতে ভালো টিআরপি  পেলেও হঠাৎ পিছিয়ে পড়ে ধারাবাহিক। যার চাপ স্পষ্ট টিআরপি তালিকায়। তাই শেষে অভিনেত্রীর সংযোজন ‘নিশ্চয়ই আমাদেরই কিছু ভুল ছিল।’ শেষদিনের শুটিং শেষে পর্দার দুই ছেলে-মেয়ের থেকে উপহার পেয়ে সোনালী জানিয়েছেন এগুলোই তাঁর সঞ্চয়।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥