স্টার জলসার অন্যতম শো’স টপার সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gantchora)। বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল নায়ক-নায়িকা ঋদ্ধি (Ridhi) খড়ি (Khori) জুটির দুর্দান্ত রসায়ন।
প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন একটার পর একটা প্রতিকূলতাকে জয় করে সবে মাত্র চার হাত এক হয়েছে ঋদ্ধি খড়ির। কিন্তু বাংলা সিরিয়ালে বিপদ কখনও পিছু ছারে না নায়ক- নায়িকাদের। কারণ তাদের একটার পর বিপদের মোকাবিলা করতেই এগোতে থাকে সিরিয়ালের গল্প। তাই এবার ঋদ্ধি খড়ির জীবনে ঝড় তুলতে আসছে এক নতুন বিপদ।
তাই কি সিরিয়ালে হোক কি টিআরপি তালিকায় সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ঋদ্ধি খড়ির। এমনিতেই বিগত বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় বেশ পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক ধামাকাদাড় প্রোমো। সেই প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে একটা জঙ্গলের মধ্যে অষ্টধাতুর মূর্তির খোঁজে গিয়েছে খড়ি- ঋদ্ধি।
কিন্তু জঙ্গলে অন্ধকারের মধ্যেই আচমকা তাদের ঘিরে ধরে একদল মুখোশ পরা বহুরূপীর দল। তারপরেই তারা বলে ওঠে ‘খালাস করে দে’। এরপরেই দেখা যায় খড়িকে কেউ একজন ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক তখনই কেউ একজন এসে ঋদ্ধির মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করে। অন্যদিকে খড়িও ততক্ষণে মুখ থুবড়ে পড়ে থাকে মাটিতে। এখন দেখা যাক সিরিয়ালের নতুন টুইস্টের সাথে টিআরপিতে লক্ষীলাভ হয় কিনা!