টলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম মনামী ঘোষ। দশ বছর আগেও যেমন ছিলেন আজও ঠিক তেমনই রয়ে গিয়েছেন অভিনেত্রী। ৪০ বছর পেরোলেও দেখে অষ্টাদশী মনে হবে, তাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেন যে কেউই। তবে এবার বিয়ের মরশুমে নতুন করে প্রেমে পড়েছেন মনামী। না লুকোচুরি নয়, বরং নিজেই সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন নিজের নতুন প্রেমিকের সাথে।
কে সেই সৌভাগ্যবান যার প্রেমে পড়েছে টলি সুন্দরী মনামী? নতুন এই প্রেমিকের পরিচয় জেনে অবাক হয়ে যাবেন আপনিও। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মনামী। প্রতিনিয়ত ভক্তদের জন্য ছবি ও ভিডিও শেয়ার করেন নেটপাড়ায়। যা দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন ভক্তরা।
সম্প্রতি হলুদ ট্র্যাকপ্যান্ট, সাদা স্নিকার্স, মাথায় টুপি আর গায়ে জ্যাকেট নিয়ে একটি ছবি শেয়ার করেছেন মনামী। এয়ারপোর্টের করিডোরে দাঁড়িয়েই ক্যামেরার জন্য পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। কিন্তু এতো গেল সাজুগুজু প্রেমিক তাহলে কই?
আসলে এই ছবিতেই নিজের প্রেমের কথা জানিয়েছেন মনামী। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এই ডিসেম্বরে এয়ারপোর্টের সাথেই সম্পর্কে জড়াতে চলেছি’। যদিও এয়ারপোর্টে কোথায় যাওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছেন সেটা কিন্তু এখনও জানাননি তিনি। অর্থাৎ বিয়ের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য এয়ারপোর্টের প্রেমে পড়েছেন মনামী।
আসলে যারা মনামীকে ফলো করেন তারা সকলেই জানেন যে ঘুরতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। তবে আফসোসের কিছু নেই, কারণ অভিনেত্রীর মনের মানুষের খোঁজ কিন্তু আগেভাগেই পাওয়া গিয়েছে। দিন কয়েক আগেই মনের মানুষের সাথে ছবিও শেয়ার করেছিলেন তিনি। কে তিনি? তিনি হলেই সৈকত বারুরি। পেশায় একজন কোরিওগ্রাফার তিনি। নতুন নয় বরং দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দুজনে। তাই ভক্তদের অনেকেই অপেক্ষায় রয়েছেন বিয়ের খবরের জন্য। তবে বিয়ে এখন নয়, বরং দেশে বিদেশে ঘুরেই সময় কাটাতে চাইছেন মনামী।