বাঙালি পরিবারে সন্ধ্যে মানেই সিরিয়াল (Serial) টাইম। পছন্দের সিরিয়াল দেখার জন্য ঠিকই সমস্ত কাজ সেরে টিভির সামনে হাজির হয়ে যান সকলে। একাধিক চ্যানেল আর একাধিক সিরিয়ালের কাহিনী, তবে কে চলবে আর কে শেষ হবে তা নির্ধারণের মাপকাঠি হল টিআরপি (TRP)। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে প্রকাশ হওয়া এই TRP তালিকায় যে কোনো ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে।
বিগত কয়েক সপ্তাহ ধরে জব্বর পারফর্ম করছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। পুরোনো বেঙ্গল টপারদের টেক্কা দিয়ে প্রথমস্থানও দখল করেছে। আর এবারের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেও তাঁর অন্যথা হল না। ৮.৮ পয়েন্ট নিয়ে বাংলার সেরা সিরিয়ালের মুকুট আবারও জগদ্ধাত্রীর মাথাতেই। অন্যদিকে ভিলেনকে বেল্ট দিয়ে চাপকে ৮.২ পয়েন্ট পেয়েছে মিতুলের খেলনা বাড়ি।
এদিকে সূর্য-দীপার কাহিনী ‘অনুরাগের ছোঁয়া’ও ৭.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে টিআরপি তালিকায়। এছাড়া ঈশান-গৌরীর গৌরী এলো পেয়েছে ৭.৫ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। নতুন হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে সিরিয়ালের কাহিনী। চলুন এবার দেখে নেওয়া যাক বাকিদের প্রাপ্ত নম্বর ও এসপ্তাহের বাংলার সেরা দশ সিরিয়ালের তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
জগদ্ধাত্রী – ৮.৮ (প্রথম)
খেলনা বাড়ি – ৮.২ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া – ৭.৬ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৫
নিম ফুলের মধু – ৭.৩
ধূলোকনা – ৭.২
আলতা ফড়িং – ৭.১
মিঠাই, গাঁটছড়া – ৭.০
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৭
মাধবীলতা – ৬.৬
এছাড়াও সাহেবের চিঠি পেয়েছে ৬.৪ আর সোহাগ জল ও এক্কা দোক্কা পেয়েছে ৬.০ নম্বর। প্রথম সপ্তাহের ভালোই টিআরপি পেয়েছে সোহাগ জল। সিরিয়াল বাদে নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ সানডে ধামাকা ৫.৬, সারেগামাপা ৪.৯ ও ডান্স ডান্স জুনিয়ার ৪.৬ পয়েন্ট পেয়েছে।