এখনকার দিনে দর্শকদের অবসর সময়ের বেশ অনেকটা জুড়েই থাকে হরেকরকমের মেগা সিরিয়াল। কিন্তু সারা সপ্তাহজুড়ে টেলিভিশনের পর্দায় একঘেয়ে সিরিয়াল দেখতে কারই বা ভালো লাগে! তাই দর্শকদের স্বাদ বদলের জন্য সিরিয়ালের সাথেই ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে ভিন্ন ধরণের নন ফিকশন শোগুলিও। এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এমনই একটি রিয়ালিটি শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)।
বেহালার বাসিন্দা বেহালার বাসিন্দা অরূপ কুমার ভুঁইয়া কিছুদিন আগেই এই শোয়ের বিরুদ্ধে এনেছিলেন এক বিস্ফোরক অভিযোগ। তিনি দাবি করেন ‘টিআরপির লোভে মহিলাদের নিয়ে মিথ্যে নাটক দেখাচ্ছে দিদি নাম্বার ওয়ান’! ক্যামেরার সামনে এসে খুব স্পষ্ট ভাবেই তিনি বলেছেন ‘কিছু মেয়ের জন্য আজ অনেক ছেলেরাও অত্যাচারিত। হাতজোড় করে বলছি দিদি নাম্বার ওয়ানের মতো রিয়েলিটি শো বন্ধ করা হোক।’
পাল্টা জবাব দিতে খুলেছিলেন এই শোয়ের সঞ্চালিকা স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)-ও। অভিযোগ অস্বীকার করে রচনা পাল্টা প্রশ্ন তুলেছিলেন, ‘এটা একদমই নয়। ১১ বছর ধরে এই শো চলে আসছে। প্রতিটা এপিসোডে চারটে করে মেয়ে অংশ নিচ্ছে। সবার কাহিনি, সবার চোখের জল এটা মিথ্যা? হাজার হাজার মেয়ে অংশ নিয়েছে, সবাই তো আর অ্যাক্টিং করতে পারে না। সবাই বানিয়ে কথা বলে? এটা হতে পারে না। হ্যাঁ, হতে পারে পাঁচশো-হাজার মেয়ের মধ্যে হয়তো একজন সত্যিটা এদিক-ওদিক বললো। কিন্তু সবাই হতে পারে না।’
তাই প্রচন্ড নিন্দার মুখে পড়লেও এই শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার কিন্তু কোনো কমতি নেই। শুরু থেকেই এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতে আসেন বাংলার অসংখ্য দিদিরা। যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অগণিত দিদিদের।
বুধবার জী বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নিজের জীবনে অসাধ্য সাধনের গল্প বলতে হাজির হয়েছেন এক লড়াকু ডান্সার দিদি। যার নাম রুচি জৈন (Ruchi Jain)। অসম্ভব মনের জোরের অধিকারী এই দিদি জানিয়েছেন তাঁর পায়ে একসময় টিউমার হয়েছিল। তারপর পরপর তিনবার অপারেশনের পর এখন এক পায়েই নাচ (Single Leg Dance) করেন তিনি। আর এটা শুধু তাঁর মুখের কথাই নয় এদিন সত্যিই Didi No 1-এর মঞ্চে এক পায়ে নাচ করে দেখান তিনি। লড়াকু এই দিদির নাচ শেষে তাঁকে জড়িয়ে ধরে প্রশংসায় ভরিয়ে দেন রচনা।