• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি খাবার মানেই জিভে জল! কলকাতায় এসে লোভ সামলানো ডে, ফুড কোমায় বলিউডের কাজল

Published on:

Kajol gone into food coma after enjoying Kolkata

কাজল (Kajol) নামটা শুনলেই সিনেমা প্রেমী মানুষদের মনে কখনও ভেসে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’-র অঞ্জলি তো কখনও  ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর সিমরান। বলিউডের প্রথম সারির  অভিনেত্রীদের মধ্যে অন্যতম। যার আবার বাংলার সাথে রয়েছে নারীর টান। তনুজা কন্যা কাজল আসলে মুখার্জী পরিবারের সন্তান।তাই রানী মুখার্জীর সাথে তাঁর যোগসূত্রের কথা অজানা নয় কারও কাছেই।

বলিউডের সিংঘম অভিনেতা অজয় দেবগনের স্ত্রী তিনি, পাশাপাশি দুই সন্তানের মা। যারা এখন অনেকটাই বড় হয়ে উঠেছেন। তাই স্বামী সংসারের পাশাপাশি অভিনয় সবদিক সামলে কাজল যেন দশভূজা। এই বয়সেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘সালাম ভেঙ্কি’ (Salam Venky)-র  প্রচারের (Promotion) জন্য বহু বছর পর কলকাতায় (Kolkata) এসেছিলেন অভিনেত্রী।

কাজল,Kajol,কলকাতা,Kolkata,সালাম ভেঙ্কি,SaLam Venky,প্রমোশন,Promotion

আগামী ৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছেন পরিচালক রেবতী মেননের এই নতুন সিনেমা। জানা যাচ্ছে পরিচালক রেবতি  শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘দ্য লাস্ট হুরে’ থেকে অনুপ্রাণিত হয়ে গল্প বুনেছেন  তার আসন্ন সিনেমা ‘সালাম ভেঙ্কি’-র। এদিন সিনেমার প্রচারে  কলকাতার এক বিলাসবহুল হোটেলে কাজলের সাথেই এসেছিলেন পরিচালক রেবতীসহ কাজলের অনস্ক্রিন ছেলে বিশাল জেঠুয়া।

এদিন কাজলের পরনে ছিল কালো স্যাটিনের  শাড়ি সাথে স্লিভলেস লাল ব্লাউজ আর কপালে ছোট্ট টিপ। যা অভিনেত্রীর সাজে বেশ বাঙালি,বাঙালি ভাব যোগ করেছে। সবমিলিয়ে এদিন হালকা মেক আপেই ডিসেম্বরের  শহরের উষ্ণতা যেন কয়েক ধাপ বাড়িয়ে দিলেছিলেন অজয় ঘরণী। এদিন আসন্ন  সিনেমার প্রচারে এসে অভিনেত্রী জানিয়েছেন বহু বছর পর আবার  কলকাতামুখো হয়েছেন তিনি।

কাজল,Kajol,কলকাতা,Kolkata,সালাম ভেঙ্কি,SaLam Venky,প্রমোশন,Promotion

একে তো বাঙালি তারপর এসেছেন কলকাতায়। তাই জমিয়ে খাওয়া-দাওয়া করবেন না তা কি করে হয়! এমনিতে কাজল কে দেখেই বোঝা যায় তিনি সবসময় বেশ প্রাণ চঞ্চল। এদিন কলকাতায় এসে সমস্ত ডায়েট ভুলে  কাজল মজে ছিলেন বাঙালি খাবারে। সাংবাদিকের সামনে তো অভিনেত্রী বলেও ফেলেন ‘এত খেয়েছি মনে হচ্ছে ফুড কোমায় রয়েছি’।

কাজল,Kajol,কলকাতা,Kolkata,সালাম ভেঙ্কি,SaLam Venky,প্রমোশন,Promotion

এদিনের সাংবাদিক সম্মেলনে এসে কাজল জানিয়েছিলেন প্রথমে নাকি তিনি এই চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন। নিজে দুই সন্তানের মা হয়ে তিনি চাননি এমন সিনেমায় অভিনয় করতে যেখানে তার সন্তানের স্বল্পায়ু দেখানো হবে। তবে তিনবার ফিরিয়ে দেওয়ার পর শেষমেশ পুরো চিত্রনাট্য শুনে যার ফেরাতে পারেননি অভিনেত্রী।এই সিনেমায় তিনি বিশাল জেঠুয়া অর্থাৎ ভেঙ্কির মা সুজাতার  চরিত্রে অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥