বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, বলিউডেরও প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। এই বঙ্গ তনয়ই একসময়ে কাঁপিয়েছেন বলিউড। এখন বয়স হলেও নিজের কাজের মাধ্যমে কিন্তু ঠিক দর্শকদের মন জয় করছেন তিনি। তবে এবার এই বর্ষীয়ান অভিনেতারই এক ভিডিও দেখে হাসি চাপা দায় হয়ে পড়েছে নেটিজেনদের।
রান্নাঘরে তখন এক্কেবারে একা ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন। বাড়িতে আর কেউ নেই। টাক মাথা, ফতুয়া পরে রানাঘরে বসে মাছ ভাজছেন তিনি। আর সেই সঙ্গেই মনের সুখে বিড়িতে টান দিচ্ছেন। একবার করে বিড়িতে টান দিচ্ছেন আর কড়াইয়ের গরম তেলে ছাড়ছেন পমফ্রেট মাছ। ছেলে কাজ করে বাড়ি ফেরার আগেই রান্নাটা সেরে ফেলতে হবে তাঁকে।
সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই অজানা রূপ সত্যিই অনেকে দেখেননি! এসবের মাঝেই বেল বাজল। আইহোল দিয়ে দেখেন দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে ছেলে। ব্যাস, ছেলে দেখলে তো চাপ আছে! কী করা যায়, কী করা যায়!
ছেলেকে কোনও মতে জানতে দেওয়া যাবে না তিনি বিড়ি খাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বিড়ির তীব্র গন্ধ ঢাকা দেওয়ার একটি উপায় বের করে ফেলেন ‘মহাগুরু’। কী সেই উপায়? বিড়ির গন্ধ ঢাকতে সারা ঘরে ধুনোর গন্ধ ছড়িয়ে দেন তিনি। এরপর ছেলে ঘরে ঢোকেন। ছেলের নাম দেব (Dev)। আর ছবির নাম ‘প্রজাপতি’ (Projapoti)।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। বাবা-ছেলের রসায়নের সুন্দর গল্প বলবে মিঠুন-দেব অভিনীত এই সিনেমা। মা মরা ছেলেকে কীভাবে একা হাতে মানুষ করে তুলেছেন মিঠুনদা, তা দেখানো হবে ‘প্রজাপতি’তে। ছেলের জন্য রান্না করা থেকে শুরু করে, তাঁকে খাইয়ে দেওয়া, টিফিন করে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া সব করেছেন তিনি। এত বছর ধরে বাবা-মা দু’জনের দায়িত্ব সমানভাবে পালন করার পর এখন অবশ্য তিনি দেবের জন্য মেয়ে খুঁজছেন। বাবা-ছেলের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘প্রজাপতি’।
মঙ্গলবার রিলিজ করেছেন দেব-মিঠুন অভিনীত এই সিনেমার একটি গান ‘তুমি আমার হিরো’। গানটি গেয়েছেন অনুপম রায়। সেখানেও দেখানো হয়েছে বাবা-ছেলের সুন্দর রসায়নকেই। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। রিয়্যালিটি শোয়ের হাত ধরেই দেব এবং মিঠুনের মধ্যে গাঢ় সম্পর্ক গড়ে ওঠে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কোনোদিন সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি। এবার দেখার বাবা-ছেলের সম্পর্ক কতটা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন দু’জনে। আগামী ২৩ ডিসেম্বর, বড়দিন এবং দেবের জন্মদিনের ঠিক আগেই রিলিজ করবে ‘প্রজাপতি’।