বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসরসময়ে পছন্দের সিরিয়াল দেখা এখনকার দিনে যে কোনো সিরিয়ালপ্রেমী দর্শকদের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। এই মুহূর্তে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও ছক ভাঙা গল্প অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
সাংসারিক কূটকচালির বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে নায়িকা মিতুল (Mitul)-এর চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)-র দুর্দান্ত অভিনয় অল্প দিনেই ছাপ ফেলেছে দর্শকমহলে। বলতে গেলে এখন থেকেই মিতুল দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে। ধারাবাহিকে তার বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।
টেলিভিশনের পর্দায় তাদের জুটিটা একেবারে নতুন হলেও অল্প দিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে তাদের মিষ্টি রসায়ন। কিছুদিন আগেই ধারাবাহিকে চিটিংবাজ অনির্বানের পর্দাফাঁস করেছে মিতুল। অহনা, এবং কলির মতো মেয়েদের ভালোবাসার সুযোগ নিয়ে তাদের ঠকানোর প্রতিশোধ নিতে বেল্ট দিয়ে বেদম পিটিয়ে বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিক হয়ে উঠেছিল মিতুল।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে মিতুলের তৎপরতায় শেষপর্যন্ত অর্কর সাথেই বিয়ে হয়েছে কলির। কিন্তু এই বিয়েটা এখনও মন থেকে মেনে নিতে পারছে না কলি। তাই মিতুল-ইন্দ্রসহ বাড়ির সবাই কলির মন ভালো করতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় এই পর্বের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে।সেখানে দেখা গিয়েছে তারা সবাই মিলে সুন্দর একটা রিসর্টে ঘুরতে এসেছে। সেখানেই সবাই সুইমিং স্যুট পরে সুইমিং পুলে নেমেছে।
কিন্তু মিতুল ওসব পোশাকে অভ্যস্ত না হওয়ায় সে জলে নামেনি। মিতুল যায়নি দেখে ইন্দ্রও ওপরেই দাঁড়িয়ে ছিল। এমন সময় হঠাৎ করেই সুপার হট সুইমিং স্যুট পরে ধূমকেতুর মতো সেখানে এসে হাজির হয় অনুরাধা (Anuradha)। আর অনুরাধাকে এত কম পোশাক পরতে দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে যায় মিতুলের। তাই ইন্দ্র যাতে অনুরাধার দিকে না তাকায় তাই সঙ্গে সঙ্গে ইন্দ্রর চোখ চেপে ধরে মিতুল।