• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোহিনীকে বিয়ের পর অনেক খারাপ কথা শুনেছি! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট পর্দার পোখরাজ

Published on:

Pokhraj actor Saptarshi Moulik opens up about his personal life

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। সপ্তর্ষি মানেই মঞ্চ নাটক। সিরিয়ালে অভিনয়ের অনেক আগেই থিয়েটারের সাথে যুক্ত তিনি। সেই ২০১২ সাল থেকে নান্দীকার নাট্যমঞ্চের সদস্য তিনি। তবে নিজে মঞ্চের মানুষ হলেও একজন অভিনেতা হিসাবে শুরু থেকেই তার ইচ্ছা অভিনয়ের সমস্ত মাধ্যমেই অভিনয় করবেন তিনি।

লীনা গাঙ্গুলির লেখা ‘শ্রীময়ী’ সিরিয়ালে ডিঙ্কা চরিত্র করার পর এখন তিনি ছোটপর্দার পোখরাজ (Pokhraj)। এবারও তিনি ফিরেছেন লীনা গাঙ্গুলীরই সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-র হাত ধরে। এই ধারাবাহিকে তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি। টিভির পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্প দিনেই  দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পর্দার ‘রাধিরাজ’ জুটি।

Radhika Pokhraj flower bed moment goes viral

প্রসঙ্গত পর্দার পোখরাজ অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি কিন্তু দারুন লেখালেখি। যা তার নাটকের মধ্যে দিয়ে পৌঁছে যায় মানুষের কাছে। সম্প্রতি টলি টাইম নাম  ইউটিউব চ্যানেলে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেতা। সেখানে তিনি স্পষ্ট জানান সোশ্যাল মিডিয়া প্রতিবাদ জানানোর কোনো মাধ্যম বলে তিনি মনে করেন না।

Saptarshi Maulik, Sohini Sengupta

প্রসঙ্গত  ২০১৩ সালে  জনপ্রিয় ‘নাচনি’ নাটকের সূত্র ধরেই অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)অর্থ্যাৎ পর্দার পুটু পিসির সাথে পরিচয় হয়েছিল সপ্তর্ষির। প্রথম দেখাতেই নাকি সোহিনীকে ভালো লেগে গিয়েছিল অভিনেতার। তারপর মাত্র তিন মাস প্রেম করার পরেই ২০১৩ সালের আগস্টে তড়িঘড়ি রেজিস্ট্রি করে নিয়েছিলেন তারা।তবে সোহিনী সপ্তর্ষির থেকে বয়সে অনেকটাই বড় হওয়ায় সেসময় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। অনেকে অনেক খারাপ কথা বলেছিল তাদের।

কিন্তু কোনোদিনই কারও সমালোচনা গায়ে মাখেনি সপ্তর্ষি সোহিনী কেউই। তাছাড়া এদিনের সাক্ষাৎকারে সপ্তর্ষি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনয়তা যেহেতু মানুষের জন্য করেন তাই অভিনয় প্রসঙ্গে মানুষের প্রতিক্রিয়া পেতে তার ভালো লাগে কিন্তু তাই বলে ব্যক্তিগত জীবনে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে কারও মন্ত্যব্য তিনি শুনতে নারাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥