• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিনা মেঘে বজ্রপাত! কোনো কিছু না জানিয়ে হটাৎই বন্ধ সিরিয়াল, মাথায় হাত শিল্পীদের

Published on:

Bengali Serial Dhulokona Last Day shoot was not annouced before even to studio workers

স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল ধূলোকণা (Dhulokona)। গত বছরের মাঝামাঝি সময় টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হয়েছিল এই সিরিয়ালের। ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) -ফুলঝুরি (Phuljhuri)-কে খুব ভালোবাসেন দর্শক। তাই তো ভালোবেসে কেউ তাদের ডাকেন ‘লালঝুরি’ বলে আবার কেউ নাম দিয়েছেন ‘লালফুল’।

কখনও লালন ফুলঝুরির বিয়ে তো আবার কখনও লালন তিতিরের লিপস্টিক বিয়ে দেখিয়ে টিআরপি তালিকায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে একাধিকবার বেঙ্গল পর্যন্ত টপার হয়েছে এই সিরিয়াল। কিন্তু সেসব এখন অতীত। এখন একেবারে অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছে এই সিরিয়াল। আগামী সপ্তাহে অর্থাৎ ১১ ডিসেম্বর টিভির পর্দায় শেষবারের মতো দেখা যাবে এই সিরিয়াল।

Lalon Fuljhuri marriage

যদিও গত সপ্তাহেই শেষ হয়েছে ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। কিন্তু যতই হোক প্রিয় সিরিয়াল বলে কথা! তাই আচমকা সিরিয়াল বন্ধের খবরে মন খারাপ ধূলোকণা ভক্তদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চ্যানেল  কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই। বিনা নোটিশে সিরিয়াল বন্ধের খবরে দর্শকদের মতোই হতবাক এই সিরিয়ালের সমস্ত কলাকূশলীরাও।

Ankur Dhulokona

জানা যাচ্ছে গত সপ্তাহের বুধবার সেটে  গিয়েই কলাকুশলীরা ধারাবাহিক শেষ হওয়ার কথা জানতে পারেন। এ বিষয়ে আগে থেকে কাউকেই  নাকি কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন ধারাবাহিকের অঙ্কুর অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। নিউজ18 বাংলাকে তিনি বলেছেন ‘আচমকাই ধারাবাহিক বন্ধ হয়েছে। কিন্ত এই সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা আমার জানা নেই’।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,অন্তিম পর্বের শুটিং,Last Day Of Shooting

একই সুর ধারাবাহিকের চড়ুই অভিনেত্রী শ্বেতা মিশ্রর গলাতেও। একসময় লালন ফুলঝুড়িকে আলাদা করতে কম চেষ্টা করেনি সে। যদিও সেসব ভুলে এখন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠেছে চড়ুই। আচমকা বিনা নোটিশে সিরিয়াল বন্ধের খবরে এখন মন খারাপ তার। সংবাদমাধ্যমে সেকথা জানিয়েই অভিনেত্রী বলেন, ‘ধারাবাহিক কেন বন্ধ হচ্ছে আমরা তা জানি না। কিন্তু সহকর্মীদের জন্য মন খারাপ হবে’। সেইসাথে অভিনেত্রী জানান তিনি সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করে এসেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥