চলতি বছর বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো কাটেনি। আর বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্যেও নয়। আক্কির প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘সুপারস্টার’ থেকে রাতারাতি পেয়েছেন ‘ফ্লপস্টার’ তকমা। তবে এবার অভিনেতার দুর্দিন ঘুচতে চলেছে। কারণ দর্শক টানার মোক্ষম ‘অস্ত্র’ পেয়ে গিয়েছেন তিনি।
অ্যাকশন থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা হয়ে ঐতিহাসিক – চলতি বছর সব ধরণের সিনেমাই করেছেন অক্ষয়। কিন্তু কোনোটাই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। প্রত্যেকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই এবার দর্শক টানতে ‘যৌনতার সুড়সুড়ি দিয়ে দর্শককে হলমুখী করে তোলার ‘ফন্দি’ এঁটেছেন বলিউড অভিনেতা।
সম্প্রতি সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন অক্ষয়। সেখানেই নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে মুখ খোলেন তিনি। অভিনেতা জানান, তাঁর আগামী ছবির বিষয় হতে চলেছে সেক্স এডুকেশন। অর্থাৎ এবার পর্দায় যৌন শিক্ষার গল্প বলতে আসছেন আক্কি।
অক্ষয়ের কথায়, ‘এটি খুবই জরুরি একটি বিষয়। তবে অনেক জায়গাতেই বিষয়টা নেই। স্কুলে অনেক জিনিসই শেখানো হয়, তবে আমি চাই সম্পূর্ণ বিশ্বের সব স্কুল জুড়ে যৌন শিক্ষা বিষয়টিও থাকুক। ছবিটা মুক্তি পেতে একটু সময় লাগবে। আগামী বছর এপ্রিল, মে নাগাদ রিলিজ করবে ছবিটি। আমার কেরিয়ারের সেরা ছবি হতে চলেছে এটি’।
এখানেই থামেননি ‘রাম সেতু’ অভিনেতা। অক্ষয়ের সংযোজন, সামাজিক বিষয় নিয়ে ছবি বানানো তাঁর খুবই পছন্দের। ২০১৭ সালে ‘টয়লেটঃ এক প্রেম কথা’ ছবিটি যেমন দারুণ হিট হয়েছিল। সেই ছবিতে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছিলেন আক্কি এবং ভূমি পেডনেকর। অভিনেতার মতে, সামাজিক বিষয় নিয়ে তৈরি ছবিগুলি বক্স অফিসে দারুণ হিট না হলেও এই ধরণের ছবি করে তিনি তৃপ্তি পান। তাঁর মতে, এতে সমাজ আক্ষরিক অর্থেই প্রভাবিত হয়।
প্রসঙ্গত, চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয়ের ৪টি ছবি। প্রত্যেকটি মুখ থুবড়ে পড়েছে। ‘রাম সেতু’র বক্স অফিস কালেকশন যদিও বা বলার মতো, ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’এর অবস্থা তো তথৈবচ! এবার দেখা যাক, আগামী বছর যৌন শিক্ষা নিয়ে তৈরি হতে চলা এই সিনেমা অক্ষয়ের ভাগ্য ফেরায় কিনা।