• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্যাড লাইফ, মিঠাই থেকে জগদ্ধাত্রী, বাদ নেই কেউ! বিয়ের পিঁড়িতে বাংলা সিরিয়ালের নায়িকারাও

Published on:

Marriage album of bengali serial

শীত পড়তে না পড়তেই চারপাশে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম (Wedding Season)। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ে কারো প্রি ওয়েডিং তো কারও আইবুড়োভাত অথবা বিয়ের ছবি।  যা দেখতে দেখতে  একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছেন নেটিজেনদের একাংশ। উল্লেখ্য এই বিয়ের মরশুম শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়। ইদানিং তা তৈরি হয়েছে বাংলা টেলিভিশনের পর্দাতেও।

ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বাংলা সিরিয়ালগুলোতেও শুরু হয়ে গিয়েছে একের পর এক নায়ক নায়িকার বিয়ের পর্ব। যদিও বাংলা সিরিয়ালের ক্ষেত্রে বিয়েটা কোন ব্যাপারই নয়।  যেকোনো সময় যেকোনো মরশুমেই  কখনও উড়ন্ত সিঁদুর কিংবা উড়ন্ত মালায় বিয়ে হয়ে যায় নায়ক নায়িকাদের। কিন্তু সম্প্রতি পরপর বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে  নায়ক নায়িকাদের বিয়ে ঘিরে বেশ ভালো রকমের জমজমাট পর্ব।

১.মিঠাই (Mithai)

Mithai Serial New Promo Sidhartha Mithi wedding

এই তালিকায় এককালীন বাংলার সেরা সিরিয়াল মিঠাই থাকবে না,তা কি করে হয়! আজই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ এবং বর্তমান নায়িকা মিঠির বিয়ের প্রমো। যদিও দর্শকএখনও ধন্দে রয়েছেন এই মিঠিই  আসলে মিঠাই কিনা। যদিও সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু ইতিমধ্যে সিরিয়ালে সিদ্ধার্থ মিঠাইয়ের তিনবার বিয়ে হয়ে গিয়েছে। আর এই নতুন নায়িকা মিঠিই যদি মিঠাই হয় তাহলে এটা তাদের চার নম্বর বিয়ে হবে।

২. ধুলোকণা (Dhulokona)

বিয়ের মরশুম,Wedding Season,মিঠাই,Mithai,ধুলোকণা,Dhulokona,এক্কাদোক্কা,Ekkadokka,জগদ্ধাত্রী,Jagadhatri,নিম ফুলের মধু,Nim Fuler Modhu,সোহাগ জল,Sohag Jol,খেলনা বাড়ি,Khelna Bari

তালিকায় রয়েছে লালন ফুলঝুড়ির ধুলোকণা। ধারাবাহিকে তাদেরও একাধিকবার বিয়ে হয়েছে। সম্প্রতি সিরিয়ালে লালনের সাথে বিয়ের তোড়জোড় চলছে খলনায়িকা তিতিরের।

৩. এক্কাদোক্কা (Ekkadokka)

Ekka Dokka Pokhraj Radhika Wedding

অন্যদিকে সদ্য বিয়ে শেষ হয়েছেন এক্কাদোক্কা সিরিয়ালের নায়ক নায়িকা রাধিকা পোখরাজের। প্রসঙ্গত টিভির পর্দায় এই প্রথম তাদের বিয়ের ট্র্যাক দেখানো হলো তাদের।

৪. জগদ্ধাত্রী (Jagadhatri)

Jagadhatri serial Riturai Acharya replace Sanchari Das as new Mahendi

ইদানিং বিয়ের ট্র্যাক চলছে বর্তমানের বেঙ্গল টপার সিরিয়াল জগদ্ধাত্রীতেও। ধারাবাহিকে সদ্য বিয়ে হয়েছে নায়ক স্বয়ংভূ এবং নায়িকা জগদ্ধাত্রীরও।

৫. নিম ফুলের মধু (Nim Fuler Modhu)

Nim fuler modhu Srijan Parna's Marriage album

নতুন সিরিয়াল নিম ফুলের মধুতেও সবেমাত্র বিয়ে হয়েছে নায়ক সৃজন এবং নায়িকা পর্ণার। যদিও এখনও  তাদের বৌভাত পর্ব বাকি।

৬. সোহাগ জল (Sohag Jol)

বিয়ের মরশুম,Wedding Season,মিঠাই,Mithai,ধুলোকণা,Dhulokona,এক্কাদোক্কা,Ekkadokka,জগদ্ধাত্রী,Jagadhatri,নিম ফুলের মধু,Nim Fuler Modhu,সোহাগ জল,Sohag Jol,খেলনা বাড়ি,Khelna Bari

একইভাবে নতুন সিরিয়াল সোহাগ জলেও সবে মাত্র বিয়ে হয়েছে নায়ক শুভ্র এবং নায়িকা জুঁইয়ের।

৭. খেলনা বাড়ি (Khelna Bari)

বিয়ের মরশুম,Wedding Season,মিঠাই,Mithai,ধুলোকণা,Dhulokona,এক্কাদোক্কা,Ekkadokka,জগদ্ধাত্রী,Jagadhatri,নিম ফুলের মধু,Nim Fuler Modhu,সোহাগ জল,Sohag Jol,খেলনা বাড়ি,Khelna Bari

এছাড়াও সম্প্রতি বিয়ে হয়েছে খেলনা বাড়ি সিরিয়ালেও। এই সিরিয়ালে সদ্য বিয়ে হয়েছে নায়িকা মিতুলের ননদ কলি এবং অর্কর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥