স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। তবে দিনের পর দিন সিরিয়ালের নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin)পরকীয়া (Extra Maritial Affair) দেখতে দেখতে রীতিমতো তিতিবিরক্ত দর্শকদের একাংশ। তাই দর্শকরা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এই পরকীয়ার ট্র্যাক বন্ধ করার জন্য।
খোলামেলাভাবে পরকীয়ার মতো বিযয়টিকে প্রমোট করার জন্য ইতিমধ্যে একাধিকবার দর্শকদের কটাক্ষের মুখে পড়েছেন লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। উল্লেখ্য শুধু পরকীয়া নয় টিআরপি বাড়াতে মাঝে মধ্যেই আজগুবি সব গল্পও দেখানো হয় সিরিয়ালে। এই যেমন কিছুদিন আগেই এই সিরিয়ালে ‘হাতির মানুষ খাওয়ার’ একটি সংলাপ (Dailouge) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছিল ব্যাপক ট্রোলিং (Trolling)।
এছাড়া সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে কিডন্যাপ হওয়া অনুজকে উদ্ধার করতে বন্দুক হাতে নিজেই গুন্ডাদের ডেরায় ঢুকে পড়েছিল গুড্ডি। এই পর্ব দেখেও সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণে নেমে পড়েছিলেন নেটিজেনরা। বিনা ট্রেনিং নিয়েই বন্দুক হাতে গুড্ডিকে গুন্ডাদের সাথে লড়াই করতে দেখে অনেকেই তাকে ‘জবা পার্ট ২’ বলেও কটাক্ষ করতে ছাড়েনি।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অনুজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপারেশন চলছে তার। যার তাই অসহায় অবস্থায় কি করবে কিছু ভেবে না পেয়ে ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছে গুড্ডি। শুধু তাই মন্দিরে গিয়ে অনুজের তাড়াতাড়ি সেরে ওঠার প্রার্থনা করতে গিয়ে বলিউডের হিন্দি গান ধরেছে গুড্ডি।
আর এতেই আপত্তি দর্শকদের একাংশের।
এমন পরিস্থিতিতে ঈশ্বরকে সন্তুষ্ট করতে ভক্তিগীতির পরিবর্তে গুড্ডির গলায় হিন্দি গান (Hindi Song) ‘দো নেয়না’ শুনে চটেছেন দর্শক। কারও প্রশ্ন মন্দিরে বসে এই গান কে গায়? আবার কারও মন্তব্য কাছের মানুষের জীবন মরণ নিয়ে টানাটানির সময় গলা দিয়ে গান বেরোয় কি করে? আবার কেউ ট্রোল (Troll) করে বলেছেন এমন ঘটনা শুধু সিরিয়ালেই সম্ভব।
(ভিডিওটি দেখার জন্য ওপরের লিংকে ক্লিক করুন)