• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ ১৭, কেউ আবার ১৮ বছরে মা হয়েছেন! স্কুলে পড়ার বয়সেই সন্তান জন্ম দিয়েছেন এই ৭ বলিউড অভিনেত্রী

যে কোনও মেয়ের জীবনে মা হওয়া অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্তের ফলে বদলে যায় যে কোনও নারীর সম্পূর্ণ জীবন। বলিউডে এমন অনেক অভিনেত্রী (Bollywood actress) রয়েছেন যারা বিয়ের অনেক পরে সন্তান জন্ম দিয়েছেন। আবার এমন অনেক নায়িকাও রয়েছেন যারা রীতিমতো স্কুলে পড়ার বয়সে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৭ অভিনেত্রীর নাম তুলে ধরা হল, যারা অত্যন্ত কম বয়সে মা হয়েছেন।

নীতু কাপুর (Neetu Kapoor)- তালিকার প্রথম নামটিই হল ঋষি কাপুরের ঘরণী এবং রণবীর কাপুরের মা নীতুর। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন সাত পাক ঘুরেছিলেন তিনি। মাত্র ২২ বছর বয়সে মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনির জন্ম দেন ঋষি কাপুর। রণবীরের জন্মের সময় নীতুর বয়স ছিল ২৪।

   

Neetu Kapoor

শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)- ‘কসৌটি জিন্দগি কি’ খ্যাত অভিনেত্রী শ্বেতার নামও এই তালিকায় রয়েছে। তিনিও অনেক কম বয়সে সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়ে পলকের জিন্ম দেওয়ার সময় শ্বেতার বয়স ছিল মাত্র ১৯। এখন মা-মেয়ে পাশাপাশি দাঁড়ালে দেখে মনে হয় দুই বোন।

Bollywood actress who became mother at young age,Bollywood,Neetu Kapoor,Dimple Kapadia,Urvashi Dholakia,Shweta Tiwari,Bhagyashree,Mousumi Chatterjee,Sharmila Tagore,entertainment,বলিউড,বিনোদন,শর্মিলা ঠাকুর,শ্বেতা তিওয়ারি,ডিম্পল কাপাডিয়া,মৌসুমী চ্যাটার্জি,ভাগ্যশ্রী,উর্বশী ঢোলাকিয়া,নীতু কাপুর

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)- বলিউডের নামী অভিনেত্রী এবং নবাব মনসুর আলি খান পটৌডির ঘরণী শর্মিলার নামও এই তালিকায় রয়েছে। অনুরাগীরা হয়তো জানেন, প্রেগন্যান্ট হওয়ার পরই বিনোদন দুনিয়া থেকে সরে দাঁড়ান এই বঙ্গ তনয়া। মাত্র ২৫ বছর বয়সে ছেলে সইফ আলি খানের জন্ম দিয়েছিলেন শর্মিলা।

Sharmila Tagore

মৌসুমী চ্যাটার্জি (Mousumi Chatterjee)– বাংলা তথা বলিউডের নামী অভিনেত্রী মৌসুমীর নামও এই তালিকায় রয়েছে। এই বঙ্গ তনয়াও খুব কম বয়সে সন্তানের জন্ম দিয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সে মেয়ের জন্ম দিয়েছিলেন মৌসুমী।

Mousumi Chatterjee

ভাগ্যশ্রী (Bhagyashree)- সলমন খানের সঙ্গে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন ভাগ্যশ্রী। তাঁর মিষ্টি হাসিতে মন গলেছিল বহু পুরুষ অনুরাগীর। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মাত্র ১৮ বছর বয়সে গর্ভবতী হয়ে পড়েছিলেন ভাগ্যশ্রী।

Bhagyashree

উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)- ‘কসৌটি জিন্দগি কি’র কমলিকাকে কে না চেনে! এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন উর্বশী। এই অভিনেত্রী একবার জানিয়েছিলেন, মাত্র ১৬ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। ১৮ বছর বয়সে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সেই সময় উর্বশী প্রেগন্যান্ট ছিলেন। এরপর ১৯ বছর বয়সে দুই যমজ সন্তানের জন্ম দেন তিনি।

Urvashi Dholakia

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)- তালিকার সর্বশেষ নামটি হল বলিউডের নামী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার। কারণ তিনি সবচেয়ে কম বয়সে মা হয়েছেন।

Dimple Kapadia

সুপারস্টার রাজেশ খান্নার ঘরণী মাত্র ১৭ বছর বয়সে মেয়ে টুইঙ্কল খান্নার জন্ম দিয়েছিলেন। এখন যদি দু’জনে পাশাপাশি দাঁড়ান তাহলে তাঁদের মা মেয়ে কম এবং দুই বোন বেশি মনে হয়।

site