চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। তবে সাউথের জন্য দারুণ কেটেছে। হাতেগোনা কয়েকটি ছবি বাদে প্রত্যেকটি ছবিই ঝড় তুলেছিল বক্স অফিসে। হাউসফুল হলে বসে ভালো টাকা খরচ করে সেই সকল সিনেমা দেখেছেন দর্শকরা। তবে এবার চাইলেই আপনি সাউথের ব্লকবাস্টার ৬টি সিনেমা (South Indian movies) দেখে নিতে পারবেন একেবারে বিনামূল্যে। কোথায় কোন প্ল্যাটফর্মে দেখতে পারবেন দেওয়া হল সেই খোঁজ।
পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan)- জনপ্রিয় পরিচালক মণি রত্নমের ‘ড্রিম প্রোজেক্ট’ ছিল এটি। প্রত্যাশা মতোই বক্স অফিসেও ঝড় তুলেছিল ‘পোন্নিয়িন সেলভান’। দ্বিতীয় তামিল ছবি হিসেবে বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, ঐশ্বর্য লক্ষ্মী, তৃষা অভিনীত এই সিনেমাটি তৈরি হয়েছিল কল্কি কৃষ্ণমূর্তির একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে। চোলা সাম্রাজ্যের কাহিনী দেখানো হয়েছিল ‘পোন্নিয়িন সেলভান’এ। এখন চাইলেই দর্শকরা অ্যামাজন প্রাইমে দেখে নিতে পারেন এই সিনেমা।
বিক্রম (Vikram)- সাউথ সুপারস্টার কমল হাসান অভিনীত এই সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলেছিল। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় একজন স্পেশ্যাল এজেন্টের কাহিনী দেখানো হয়েছিল। ড্রাগ মাফিয়া, সিরিয়াল কিলিং- সব মিলিয়ে এই সিনেমা দেখতে বসে দর্শকদের মেরুদণ্ড দিয়ে নেমেছিল ঠাণ্ডা স্রোত। বক্স অফিসে ৪১০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘বিক্রম’। এখন চাইলেই জি ফাইভে দেখে নিতে পারেন এই সিনেমা।
বিস্ট (Beast)- তামিল সিনেমার জন্য চলতি বছরটতা দারুণ কেটেছে। সুপারস্টার থালাপতি বিজয় এবং পূজা হেগড়ে অভিনীত ‘বিস্ট’ ছবিটিও বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সঙ্গেই চলতি বছরের অন্যতম হিট তামিল সিনেমার লিস্টেও স্থান করে নিয়েছিল। বক্স অফিসে ২৩৬ কোটি টাকার ব্যবসা করা সুপারহিট ‘বিস্ট’ এখন দেখে নিতে পারেন অ্যামাজন প্রাইমে।
ভালিমাই (Valimai)- সাউথ সুপারস্টার অজিত কুমার, কার্তিকেয়া এবং হুমা কুরেশি অভিনীত ‘ভালিমাই’য়ের নামও এই লিস্টে রয়েছে। একজন আইপিএস অফিসারের কাহিনী দেখানো হয়েছিল এই তামিল অ্যাকশন থ্রিলারে। ব্বক্স অফিসে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ভালিমাই’। এখন ফ্রিতে জি ফাইভে দেখে নিতে পারেন এই ছবি।
এথারক্কুম থুনিনধাভান (Etharkkum Thunindavan)- সাউথ সুপারস্টার সুরিয়া অভিনীত এই ছবির নামও রয়েছে লিস্টে। চলতি বছরের হিট তামিল সিনেমাগুলির মধ্যে একটি হল ‘এথারক্কুম থুনিনধাভান’। এই ছবিতে একজন আইনজীবির কাহিনী দেখানো হয়েছে। গুণ্ডাদের শাস্তি দিতে দ্বিধাবোধ করে না সে। তা সে যত ক্ষমতাবান গুণ্ডাই হোক না কেন। টানটান উত্তেজনার এই সিনেমা এখন চাইলেই বাড়ি বসে নেটফ্লিক্সে দেখতে পারেন আপনি।
থিরুচিত্রাম্বলম (Thiruchitrambalam)- টানটান উত্তেজনা থেকে বেরিয়ে যদি দুষ্টু-মিষ্টি প্রেমের কোনও সিনেমা দেখতে চান, তাহলে অবশ্যই দেখতে পারেন ধনুষ অভিনীত এই ছবিটি। দুষ্টু-মিষ্টি প্রেমের সঙ্গেই বাবা এবং ছেলের কাহিনীর ওপর ফোকাস করা হয়েছে ‘থিরুচিত্রাম্বলম’এ।
ধনুষ অভিনীত এই ছবিটি দর্শকদেরও দারুণ পছন্দ হয়েছিল। বক্স অফিসে প্রায় ১১০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এখন চাইলেই ‘সান নেক্সট’এ দেখতে পারেন ধনুষের ‘থিরুচিত্রাম্বলম’।