• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা থেকে সোজা বোনের চরিত্র! তুবড়ি অভিনেত্রী সোহিনীর খোলা হাওয়ায় অভিনয় নিয়ে শুরু জল্পনা

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখন একের পর এক আসছে নতুন সিরিয়াল। প্রায় প্রতি মাসেই একঝাঁক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি।

যার ফলে নিত্যনতুন সিরিয়ালের ধাক্কায় এখন একের পর এক বন্ধের মুখে জনপ্রিয় সব সিরিয়াল। এই তালিকায় নতুন সংযোজন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল উড়ন তুবড়ি (Uran tubri)। একেবারে নিন্মবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে  তুবড়ির পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে তৈরী হয়েছিল এই সিরিয়াল।

   

উড়ন তুবড়ি,Uran tubri,সোহিনী ব্যানার্জী,Sohini Banerjee,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa.বোনের চরিত্র,Sister Role

ধারাবাহিকে তুবড়ি চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী সোহিনী ব্যানার্জী (Sohini Banerjee)। খুব অল্প দিনের মধ্যেই তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে শোনা যাচ্ছে জি বাংলার আসন্ন নতুন সিরিয়াল রাঙা বৌয়ের জন্য শেষ হয়ে যাবে তার সিরিয়াল। এই খবরে সিলমোহর দিয়েছে খোদ তুবড়ি অভিনেত্রী সোহিনী।

Swastika Dutta's upcoming new serial Khola Haowa's promo on air

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‛হ্যাঁ শুনেছি শেষ হওয়ার কথা। কিন্তু কবে শেষ দিনের শ্যুটিং হবে তা বলতে পারবো না’। তাই অল্প দিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই মন খারাপ তুবড়ি ভক্তদের। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে একটি নতুন খবর। যা শুনে মন ভালো হয়ে যাবে তুবড়ি ভক্তদের। সোশ্যাল সম্প্রতি ঘোরাফেরা করছে একটি পোস্ট।

Tubri actress Sohini Banerjee will play Swastika Dutta's sister role in Khola Hawa

সেখানে দাবি করা হচ্ছে তুবড়ি শেষ হয়ে গেলেও খুব তাড়াতাড়ি নতুন সিরিয়ালে ফিরবেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জী। শুধু তাই নয় বলা হচ্ছে জি বাংলার পর্দায় ‘কি করে বলবো তোমায়’ খ্যাত রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) আসন্ন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)-য় নায়িকার বোনের চরিত্রে (Sister Role) অভিনয় করবেন সোহিনী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর মেলেনি। তবে প্রধান চরিত্র থেকে সোহিনীর একেবারে নায়িকার বোনের চরিত্রে অভিনয় করার খবরে খানিকটা আশাহত অভিনেত্রীর অনুরাগীরা।

site