• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার গাঁজাখুরি! ট্রেনিংছাড়াই বন্দুক চালাচ্ছে গুড্ডি, ‘জবা পার্ট ২’ বলে কটাক্ষ নেটিজেনদের

স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। প্রথম দিকে নারীর ক্ষমতায়নের মত বিষয় নিয়ে ধারাবাহিক শুরু হলেও পরবর্তীতে প্রাধান্য পেতে শুরু করে পরকীয়া। দিনের পর দিন সিরিয়ালের নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin)পরকীয়া (Extra Maritial Affair) দেখতে দেখতে রীতিমতো তিতিবিরক্ত দর্শকদের একাংশ।

আর এইভাবে ধারাবাহিকে খোলামেলাভাবে পরকীয়ার মতো বিযয়টিকে  প্রমোট করার জন্য ইতিমধ্যে  একাধিকবার  দর্শকদের কটাক্ষের মুখে পড়েছেন লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। তাছাড়া টিআরপি বাড়াতে মাঝে মধ্যেই আজগুবি সব গল্পও  নিয়ে আসেন সিরিয়ালে। এই যেমন কিছুদিন আগেই এই সিরিয়ালে ‘হাতির মানুষ খাওয়ার’ একটি সংলাপ (Dailouge) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছিল ব্যাপক ট্রোলিং (Trolling)।

   

again netizens trolled Guddi on social media

এমনিতে বহুদিন ধরেই গুড্ডি সিরিয়ালের একঘেয়ে পরকীয়ার ট্র্যাক পাল্টানোর আর্জি জানাচ্ছিলেন দর্শকরা। এরইমধ্যে দেখা গিয়েছে শিরিনের অপমানের জবাবে মুখ খুলেছে গুড্ডি। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন  গুন্ডারা  কিডন্যাপ করেছে অনুজকে। তাই স্যারজিকে বাঁচাতে এবার নিজের হাতেই বন্দুক তুলে নিয়েছে গুড্ডি।

(ভিডিওটি দেখার জন্য ওপরের লিংকে ক্লিক করুন)

এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল এই পর্বের একটি ছোট ভিডিও।সেই ভিডিওতে দেখা যাচ্ছে গুড্ডির বুদ্ধিতে অনুজকে কিডন্যাপ করা গুন্ডাদের ঘিরে ধরেছে পুলিশ।তখন গুড্ডি হুইলচেয়ারে বসে থাকা তার স্যারজির হাতের দড়ি খুলে দিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। এই দুজনের চোখমুখের ভাষাই যেন বলে দিচ্ছিল তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে।

গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,পরকীয়া,Extra Maritial Affair,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ট্রোলিং,Trolling

কিন্তু এরই মাঝে ঘটে যায় আর এক অঘটন। আটক এক গুন্ডা পুলিশের হাত থেকে বধূকে কেড়ে নিয়ে গুড্ডির ওপর গুলি চালানোর চেষ্টা করলে অনুজ তাকে ঠেলে সরিয়ে দে আর সেই গুলি লাগে অনুজের গায়ে। তারপর তাকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তবে এই পর্ব দেখে দর্শকমহলে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভিডিও দেখে একদল যেমন গুড্ডি আর অনুজের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছেন অন্যদিকে বিনা ট্রেনিং নিয়েই বন্দুক হাতে গুড্ডিকে গুন্ডাদের সাথে লড়াই করতে দেখে অনেকেই তাকে ‘জবা পার্ট ২’ বলে কটাক্ষ করেছেন।

site