বিগত প্রায় ২ বছর ধরে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য বিনোদনের রসদ জুগিয়ে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। দীর্ঘদিনের এই পথচলায় অসংখ্য মানুষের ভালোবাসা আর সম্মান পেয়েছেন এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা। তাই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।
টিআরপি তালিকায় স্কোর কমলেও মিঠাই ম্যাজিকে আজও কাবু গোটা বাংলা। দর্শকদের মনোরঞ্জন করতে প্রায় প্রতি সপ্তাহেই নিত্যনতুন ট্যুইস্ট থাকে এই সিরিয়ালে। উল্লেখ্য এই সিরিয়ালে নায়ক নায়িকা সিড মিঠাই ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক জনপ্রিয় জুটি। তাদের মধ্যে অন্যতম হল সোম-তোর্সা (Som-Torsha) অর্থাৎ অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar) এবং অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)।
একটা সময় ছিল যখন মিঠাইরানির বড়জা তোর্সা সবসময় তাকে জব্দ করার ফন্দি আঁটতো। আর এখন সেই মিঠাইয়ের মৃত্যুর পর তার ছেলে শাক্যকে সারাক্ষণ আগলে রাখতে দেখা যায় তাকে। তাই দেরিতে হলেও তোর্সার এই পরিবর্তন ভীষণ পছন্দ করছেন দর্শকরাও। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ভিডিওর কমেন্ট সেকশনে মাঝে মধ্যেই সেকথা খোলাখুলিই জানান দর্শকরা।
প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ধারাবাহিকে বেশ কিছুদিন দেখা যায়নি বাড়ির বড় ছেলে সোম-কে। দর্শকদের চোখে সেসময় বড্ড একা একা লাগতো তার বউ তোর্সাকে। তাই শুরু থেকেই দর্শকরা বার বার দাবি জানিয়েছিলেন সোম কে সিরিয়ালে ফিরিয়ে আনার জন্য। আসলে সে সময় সোম অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar) জি বাংলার আরেকটি সিরিয়াল ‘পিলু’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছিলেন।
তাই সেই সিরিয়াল শেষ হতেই আবার তিনি ফিরে এসেছেন মিঠাইয়ের মনোহরায়। তাই সোম ফিরে আসতেই দর্শকরা চাইছেন এবার তার এবং তোর্সার মধ্যেও সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হোক। এরই মধ্যে চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় পর্দার সোম অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার এবং তোর্সা অভিনেত্রী তন্বী লাহা রায় -এর একটি মিষ্টি রীল ভিডিও (Reel Video) শেয়ার করা হয়েছে। সেখানে তাদের একসাথে জুটি বেঁধে রোম্যান্টিক গানে নাচ করতে দেখে ভীষণ খুশি হয়েছেন তাদের অনুরাগীরা।ওই ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসার মুড়িয়ে দিয়েছেন অনুরাগীরা ।