বলিউডে এমন অনেক তারকা (Bollywood stars) রয়েছেন যারা সরাসরি সিনেমার মাধ্যমেই নিজের কেরিয়ার শুরু করেছেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা টেলিভিশন (Television) সিরিয়ালের হাত ধরে নিজেদের কেরিয়ার শুরু করেছেন এবং এখন বলিউড কাঁপাচ্ছেন। ছোটপর্দা থেকে ডেবিউ করে বড়পর্দা কাঁপানো এমনই ৮ বলিউড তারকার নাম আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।
শাহরুখ খান (Shah Rukh Khan)- তালিকার প্রথম নামটিই হল বলিউড ‘বাদশা’ শাহরুখের। ‘কিং খান’ আজ এই দেশের তো বটেই, সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। যশ, খ্যাতি, অর্থ কিছুরই অভাব নেই তাঁর। জানিয়ে রাখি, শাহরুখের কেরিয়ার শুরু কিন্তু টিভি সিরিয়ালের হাত ধরে। আশি-নব্বইয়ের দশকে সিরিয়ালের সৌজন্যেই দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে গিয়েছিলেন তিনি। ‘ফৌজি’ ধারাবাহিকে ‘কিং খান’এর অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনে।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)- বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজ আমাদের মধ্যে নেই। কিন্তু নিজের কাজের মাধ্যমে এখনও কোটি কোটি অনুরাগীদের মনে বেঁচে রয়েছেন তিনি। জানিয়ে রাখি, ‘ছিছোরে’ অভিনেতা কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’, ‘পবিত্র রিশ্তা’র।
ইয়ামি গৌতম (Yami Gautam)- বলিউড সুন্দরী ইয়ামির নামও এই তালিকায় রয়েছে। ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেত্রীরও কেরিয়ার শুরু ছোটপর্দা থেকেই। ‘চাঁদ কে পার চলো’, ‘সিআইডি’র মতো শো’য়ে অভিনয় করেছেন ইয়ামি।
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)- যেমন অভিনউ, তেমনই গানের গলা- দর্শকদের কথায় আয়ুষ্মান একেবারে ফুল প্যাকেজ। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এই আয়ুষ্মানই টেলিভিশন শোয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিল। ‘রোডিজ’, ‘কয়ামত’, ‘এক থি রাজকুমারী’র মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন আয়ুষ্মান।
বিদ্যা বালান (Vidya Balan)- বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নামের তালিকায় শীর্ষের দিকেই থাকবে বিদ্যা বালানের নাম। ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। জানিয়ে রাখি, এই বলি সুন্দরী ১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন।
ইরফান খান (Irrfan Khan)- বলিউডের নামী অভিনেতা ইরফানও আজ আমাদের মধ্যে নেই। তবে সুশান্তের মতো তিনিও নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে বেঁচে রয়েছেন। জানিয়ে রাখি, ‘হিন্দি মিডিয়াম’ খ্যাত অভিনেতা ‘চাণক্য’, ‘মহাভারত’, ‘ভারত এক খোঁজ’এর মতো আইকনিক বহু শো’য়ে অভিনয় করেছেন।
ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)- দুলকির সলমনের বিপরীতে সুপারহিট ছবি ‘সীতা রামন’এ নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন ম্রুণাল। এর আগে ‘সুপার ৩০’, ‘জার্সি’, ‘ধামাকা’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জানিয়ে রাখি, ম্রুণাল নিজের কেরিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’র হাত ধরে।
মৌনী রায় (Mouni Roy)- তালিকার শেষ নামটি হল বঙ্গ তনয়া মৌনী রায়ের। টেলিভিশনের ‘নাগিন’ এখন বড়পর্দার পরিচিত মুখ। চলতি বছর বয়কটের সিজনেও মৌনী অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল।
অক্ষয় কুমার থেকে শুরু করে রণবীর কাপুর- মৌনী স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের বহু নামী অভিনেতাদের সঙ্গে। বি টাউনের এই নামী অভিনেত্রী ২০০৬ সালে সুপারহিট ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন।