বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। সময়ের সাথে সাথে দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল নায়ক নায়িকা ঋদ্ধি (Ridhi) খড়ি (Khori) জুটির অনস্ক্রিন রসায়ন।
টিভির পর্দায় ঋদ্ধি-খড়ি জুটির রোম্যান্স দেখলে চোখ আটকে যায় দর্শকদের। তাই দর্শকরা বড্ড ভালোবাসেন পর্দার ঋদ্ধি-খড়িকে। ভালোবেসে অনেকেই তাদের ‘খড়িদ্ধি’ বলেও ডাকেন অনেকে। নায়ক-নায়িকার কেমিস্ট্রি ছাড়াও এই সিরিয়ালের আনকোরা বিষয়বস্তু আর পাঁচটা গতে বাঁধা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছে এই সিরিয়ালকে।
এমনিতেই আজকালকার বেশিরভাগ সিরিয়ালে একঘেয়ে শাশুড়ি বৌমার কূটকচালি কিংবা পরকীয়া দেখে ক্লান্ত দর্শক। এখানেই অন্যান্য সিরিয়ালগুলো থেকে একেবারেই আলাদা ‘গাঁটছড়া’। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন সদ্য সিরিয়ালে ফাঁস হয়েছে মিস্টার ডি (Mister D) অর্থাৎ ঋদ্ধির কাকার জারিজুরি।
ইতিমধ্যে ফিরে এসেছে খড়ির জেঠুও। কিন্তু বাস্তব জীবনের মতো সিরিয়ালেও নায়িকাদের জীবনে সুখ কখনও চিরস্থায়ী নয়। মিস্টার ডি বিদায় হতেই গল্পে এসেছে নতুন মোড়। খড়ি ঋদ্ধির সামনে এসেছে একটা বড় সত্যি। তারা জেনে গিয়েছে ছোট্ট রিমঝিম আসলে তাদের বাড়ির সন্তান। তার বাবা আসলে রাহুল(Rahul)। যে কিনা অনেকদিন আগে ছোট্ট রিমঝিম এবং তার মাকে ছেড়ে চলে এসেছিল।
তাই এতদিন সত্যিটা না জানালেও মৃত্যুশয্যায় থাকার ঋদ্ধিমার মা শেষ পর্যন্ত সত্যিটা জানিয়ে দেয় খড়িকে। যা শুনে ফেলে ঋদ্ধিও। এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের এক নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে জন্মদিনের উপহার হিসাবে দ্যুতি (Dyuti) দাদুর কাছে চাইছে রাহুলকে কেন কোম্পানির সিইও করে দেওয়া হয়। আর ঠিক তখনই ঋদ্ধি এবং খড়ি রিমঝিম (Rimjhim) নিয়ে এসে জানায় আগে তাকে ভালো বাবা হয়ে দেখাতে হবে না। এখন দেখার আগামী দিনে নতুন কি মোড় আসতে চলেছে সিরিয়ালে।