• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই অনবদ্য অভিনয়, ফুলশয্যার পর রান্নাঘরে পোখরাজ-রাধিকার মিষ্টি মুহূর্ত দেখে প্রশংসায় ভরালো দর্শকেরা

Published on:

Ekka Dokka,Pokhraj Radhika,Pokharaj Radhika Romance,Star Jalsha,পোখরাজ রাধিকা,এক্কা দোক্কা,পোখরাজ রাধিকার রোম্যান্স,ষ্টার জলসা,বাংলা সিরিয়াল,সোনামনি সাহা,সপ্তর্ষি মৌলিক,Sonamoni Saha,Saptarshi Maulik

ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। অপেক্ষাকৃত নতুন হলেও অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে সিরিয়ালের পোখরাজ ও রাধিকার কাহিনী। লেখিকা লীনা গাঙ্গুলির লেখা সিরিয়ালে রাধিকা চরিত্রে অভিনয় করছেন মোহর খ্যাত অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। আর বিপরীতে রয়েছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)। দুজনের জুটি দেখার জন্য শুরু থেকেই মুকিয়ে ছিল দর্শকেরা। আর এবার দর্শকদের জন্য পোখরাজ-রাধিকার মিষ্টি রোম্যান্সের ঝুলি খুলে দিল এক্কা দোক্কা।

ডাক্তারি কলেজের পড়ুয়া হিসাবেই দেখানো হয়েছিল দুজনকে। তবে একেঅপরের অপছন্দের হলেও ধীরে ধীরে সেটা ভালো লাগার দিকে এগোয়। ইতিমধ্যেই বিয়েও হয়ে গিয়েছে দুজনের। তবে কাহিনী অনুযায়ী নাটকীয় ভাবেই দেখানো হয়েছে রাধিকা পোখরাজের বিয়ে। আর বিয়ে দেখার পর থেকেই দুজনের রোমান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকেরা।

Ekka Dokka Pokhraj Radhika Wedding

বেশ কয়েকদিন ধরে বিয়ের পর্ব দেখার পর বহু প্রতীক্ষার ফুলশয্যা পর্ব দেখানো হয়েছে। আর ফুলশয্যার প্রোমো ভিডিও চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল। এমনিতেই সোনামনি ও সপ্তর্ষি দুজনেই দুর্দান্ত অভিনয় করে। তবে ‘এক্কা দোক্কা’তে তাদের জুটি যেন আলাদাই ভালো লেগেছে দর্শকদের। সাধ করে তাই ‘রাধিরাজ’ জুটি বলে নাম করুন করেছেন দর্শকেরা।

Ekka Dokka Radhika starts crying for permission to give medical exam

ফুলশয্যার ভিডিও ভাইরাল হতেই উপচে পড়েছে কমেন্ট বক্স। কারোর মতে এমন সুন্দর সাজে রাধিকাকে দেখা মুগ্ধ তো কেউ আবার হালকা করে ট্রোল করে দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে সখি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে’ বাজিয়ে গোটা ঘরে ঘুরে বেরিয়েছে দুজনে। সেই দেখে এক নেটিজেন কটাক্ষ করেছিলেন ‘এটা কি ফুলশয্যা নাকি ছোট্ট করে রুম টুর’!

সম্প্রতি ষ্টার চ্যানেলের অফিসিয়াল পেজে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ফুলশয্যার পর সকালে আবারও দেখা গেল রাধিরাজের রোম্যান্স। রান্নাঘরে রাধিকা ঢোকার সময় পোখরাজ কলেজের প্র্যাকটিকালের কথা জানায়। এরপর রাধিকাকে রান্নার কাজে হেল্প করার প্রস্তাব দেয় পোখরাজ।

এরপর সত্যিই রাধিকার সাথে হাত মিলিয়ে রান্নার কাজে শামিল হয়েছে পোখরাজও। এই প্রোমো দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন দর্শকেরা। অল্প সময়েই কয়েক লক্ষ ছাড়িয়েছে ভিউ। আর নেটিজেনদের মতে, ‘কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, দুজনের অনবদ্য অভিনয় মুগ্ধ হয়ে দেখছি বারবার’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥