গতকালই জি বাংলার পর্দায় শুরু হয়েছে একেবারে নতুন সিরিয়াল (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা। সোমবার থেকেই জি বাংলার পর্দায় রাত ন’টা থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। প্রথম পর্ব দেখেই দর্শকরা মোটামুটি বুঝে গিয়েছেন এই সিরিয়াল আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা হতে চলেছে।
তবে একেবারে শুরুতেই সিরিয়ালে পরকীয়ার (Extra Marital Affair) মতো বিষয় দেখিয়ে দর্শকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সিরিয়ালের এই নির্মাতারা। এমনিতে বেশিরভাগ সিরিয়ালে দেখা যায় নায়ক নায়িকার মধ্যে প্রথমে ঝগড়া কিংবা খুনসুটি দিয়ে প্রেম শুরু হয়, তারপর নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয় তাদের।
তাই প্রত্যেক সিরিয়ালেই বিয়ে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এখানেই আলাদা এই নতুন সিরিয়াল। সোহাগ জলের শুরুতেই দেখানো হচ্ছে নায়ক শুভ্র এবং নায়িকা জুঁইয়ের বিয়ে। কারণ ইতিমধ্যেই প্রোমো দেখেই দর্শকরা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন বিয়ে হলেও অল্পদিনেই ডিভোর্স হয়ে যাবে তাদের। আশা করি প্রথম পর্ব দেখেই দর্শকরা কিছুটা হলেও বুঝতে করতে পেরেছেন সিরিয়ালের নায়ক শুভ্র একেবারেই সুবিধার মানুষ নয়।
টাকা পয়সা আর ব্যবসাই যে তার কাছে সব।সেকথা কিছুটা হলেও বুঝতে পেরেছেন দর্শক। এই কারণেই জমির লোভে সে বিয়ে করতে রাজি হয়েছে জুঁইকে।অন্যদিকে তার দাদাও জমি বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করার জন্য বোনকে তার সাথে বিয়ে দেবে বলে ঠিক করে নিয়েছে।যদিও এখনও পর্যন্ত সে কথা ঘুনাক্ষরে টের পায়নি জুঁই।
এখন দেখার সত্যিটা জানার পরে কি প্রতিক্রিয়া হয় তার। এসবের মধ্যেই দর্শকদের নজর করেছে একটি বিষয়। তাহল নায়ক শুভ্রর সাথে তার বিধবা বৌদি বিনির সম্পর্ক। প্রথম পর্বেই হবে সে বুঝিয়ে দিয়েছে দেওর শুভ্রর প্রতি তার দুর্বলতার কথা। তবে একই অনুভূতি শুভ্ররও রয়েছে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
View this post on Instagram
তবে প্রথমদিনেই সিরিয়ালে এরকম পরকীয়ার মত একটি বিষয় দেখিয়ে সমালোচনার মুখে পড়েছে এই সিরিয়ালের নির্মাতারা। প্রসঙ্গত বাংলা টেলিভিশনে পরকীয়া দেখানোর অভিযোগে মাঝেমধ্যে কটাক্ষের মুখে পড়েন জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলী। তাই এবার জি বাংলা নতুন সিরিয়ালেও সেই একই ধরনের পরকীয়া দেখে দর্শকদের একাংশের প্রশ্ন ‘লীনা পিসি পরকীয়া দেখালেই দোষ?’ অনেকে আবার সিরিয়ালের নাম বদলে দিয়ে রেখেছেন পরকীয়া জল।