সারা সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝে স্বাদ বদল করতে ইদানিং নন ফিকশন শোগুলির জুড়ি মেলা ভার। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় গেম শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের বাস্তব কাহিনী শোনাতে আসেন বাংলার অসংখ্য দিদিরা।
যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অসংখ্য মা-বোনদের। তবে শুধু সাধারণ মানুষই নয় মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে আসেন সেলিব্রেটিরাও। শুরু থেকেই এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। সবমিলিয়ে দর্শকমহলে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।
সবমিলিয়ে প্রতি সিজনেই বেড়ে চলেছে দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা। এহেন দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধেই এবার উঠলো এক বিস্ফোরক অভিযোগ (Explosive Charge)। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে,’দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল’ নামের একটি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বেহালার বাসিন্দা একজন ব্যক্তি জি বাংলার দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে এনেছেন এক ভয়ানক অভিযোগ। তার দাবি ‘টিআরপির লোভে মহিলাদের নিয়ে মিথ্যে নাটক দেখাচ্ছে দিদি নাম্বার ওয়ান’!
কিন্তু তার ক্ষোভের কারণ কি? আসলে কিছুদিন আগেই তার প্রাক্তন স্ত্রী হাজির হয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সেখানে তার বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই প্রাক্তন স্বামী প্রসঙ্গে নানা কটু কথা বলেছিলেন ওই মহিলা। আর তাতেই আপত্তি তুলে ওই ব্যক্তির দাবি, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে শুধুমাত্র একতরফাভাবে মহিলাদের কষ্টের কথা দেখানো হয় আর আড়ালে থেকে যায় সমাজের আনাচে কাঁনাচে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা অত্যাচারিত পুরুষরা।
সেই পুরুষরা যারা কান্না লুকাতে বাথরুমে গিয়ে হাউহাউ করে কাঁদে আবার পরক্ষণেই চোখে মুখে জল দিয়ে ব্যস্ত হয়ে পড়েন কাজের জগতে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেহালার ওই জনৈক ব্যক্তিটিও তাই। এদিন তিনি ক্যামেরার সামনে এসে খুব স্পষ্ট ভাবেই বলেছেন ‘কিছু মেয়ের জন্য আজ অনেক ছেলেরাও অত্যাচারিত। হাতজোড় করে বলছি দিদি নাম্বার ওয়ানের মতো রিয়েলিটি শো বন্ধ করা হোক।’ সেসাথে তিনি দাবি করেছেন ‘প্রয়োজনে স্বামী স্ত্রী দুজনকেই ডেকে, সামনাসামনি কথা হোক’।