প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটাই যথেষ্ট, আলাদা করে তাঁর আর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। গোটা বাংলা তাঁকে এক ডাকে চেনে। গত চার দশক ধরে একাধিক সিনেমার, একাধিক চরিত্রে দাপিয়ে অভিনয় করে চলেছেন সকলের প্রিয় বুম্বা দা। তবে শুধুই যে টলিউডতা কিন্তু নয় বলিউডেও দারুন প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় দক্ষতা।
ইন্ডাস্ট্রিতে টানা ৪০ বছর ধরে চুটিয়ে অভিনয় করার সাথে সাথে সমৃদ্ধ হয়েছে তাঁর অভিজ্ঞতার ঝুলি। অনেকের কাছে তিনিই ইন্ডাস্ট্রি (Industry)। কিন্তু হঠাৎ করে এই তকমা তিনি পেলেন কিভাবে? তা নিয়ে কৌতুহল রয়েছে কম বেশি সকলেরই। আসলে আজ থেকে ১২ বছর আগে ২০১০ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জী পরিচালিত ভিন্ন স্বাদের সিনেমা ‘অটোগ্রাফ’ (Autograph)।
সেই সময় থেকে আজও দর্শকমহলে বেশ জনপ্রিয়এই সিনেমার বিভিন্ন সংলাপ থেকে শুরু করে একাধিক গান। এই সিনেমায় প্রসেনজিতের মুখে বলা একটি সংলাপ আজও কানে বাজে দর্শকদের। কি ছিল সেই সংলাপ? আসুন দেখে নেওয়া যাক। সিনেমায় পর্দার অরুন চ্যাটার্জী বলেছিলেন ‘মিডিয়ার কভারেজে কে থাকবে? হোর্ডিং জুড়ে কে থাকবে? শুক্রবারের পর্দায় কে থাকবে? আমি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি।’
ছবির এই সংলাপ জনপ্রিয়তা পেতেই রাতারাতি তা জুড়ে যায় প্রসেনজিৎ চ্যাটার্জীর নামের সাথে। যা নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেতা। এবার নিন্দুকদের সমস্ত কটাক্ষের জবাব দিলেন খোদ অভিনেতা নিজেই।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রীল ভিডিও (Reel Video) আপলোড করে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন পর্দার বাইরে তিনি নিজেকে কোনও দিন ‘ইন্ডাস্ট্রি’ বলে ভাবেননি।
এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে সেখানে চোখেমুখে দুর্দান্ত এক্সপ্রেশনের সাথেই প্রসেনজিৎ বলতে শুরু করেন অটোগ্রাফ-এর সেই বিখ্যাত সংলাপ। পরক্ষণেই বেশ কাঁদো কাঁদো মুখ করে তিনি বলে ওঠেন ‘বিশ্বাস করুন, এই কথা আমার নয়। সৃজিত মুখোপাধ্যায়ের লেখা সংলাপ, অটোগ্রাফ ছবির জন্য।’
View this post on Instagram
সেইসাথে অভিনেতার আরও সংযোজন, ‘আমি যেভাবে ‘আমি চুরি করিনি’ বলি, সেভাবেই বলছি আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি, বিশ্বাস করুন আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি, আমাকে এত গালাগালি দেবেন না প্লিজ।’ এই ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘আজকের গল্প ‘অটোগ্রাফ’ – এর সেই সংলাপ নিয়ে’। এরপরেই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন এক মিনিট প্রসেনজিৎ।