• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতে হুড়মুড়িয়ে বাড়বে TRP, সলমনের বিগবসে আসা নিয়ে মুখ খুললেন প্রাক্তন নীল তারকা মিয়া খলিফা!

Published on:

Mia Khalifa might take wild card entry in Salman Khan hosted Bigboss Rumours

টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম ‘বিগ বস’ (Big Boss)। প্রতিবছর যেমন এই শোয়ের জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। তেমনি বিগ বস নিয়ে বিতর্কেরও অন্ত নেই। সাথে সঞ্চালক হিসাবে সলমন খান (Salman Khan) আরও জনপ্রিয়তা বাড়িয়ে বলেই এই শোয়ের। এবছরেও অন্যথা হয়নি, প্রতিযোগীদের তালিকা ঘোষণা হতেই সাজিদ খানকে নিয়ে শুরু হয় চরম বিতর্ক।

বলিউডের নোংরামি এক্সপোজ করা মিটু অভিযোগ আনা হয়েছিল সাজিদ খানের বিরুদ্ধে। তাই তাকে বিগবসের ঘর থেকে বের করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিলেন অনেকেই। দর্শকরা তো বটেই বলিউডের অনেকে এমটাই চাইছিলেন। কিন্তু এসবের মাঝে এমন একটা খবর জানা যাচ্ছে যেটা শুনে রীতিমত চমকে উঠেছেন সকলে।

Salman Khan to be paid 350 Crore for hosting Big Boss 15

কি সেই খবর? সেটা হল বিগবস প্রতিবারেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়। আর এবারের বিগ বস সিজেন ১৬ এর ৫০ দিন পেরিয়ে গিয়েছে। তাই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কাকে দেখা যাবে সেই নিয়েই চর্চা উত্তেজনার পারদ। এমন সময় বি টাউনে নাকি গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিগবস আসছেন প্রাক্তন নীল তারকা মিয়া খলিফা (Mia Khalifa in Bigboss)।

সলমন খানের শোতে স্পেশাল এন্ট্রিতে মিয়া খলিফা, এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে হু হু করে। কিন্তু আদৌ কি গুঞ্জন সত্যি? নাকি শুধুমাত্র জল্পনাই। খবর মিয়া খলিফার কান অবধি পৌঁছাতে, তিনি নিজেই জানালেন আসল সত্যি। হ্যাঁ গুঞ্জন বেশি বাড়ার আগেই টুইটে মুখ খুলেছেন মিয়া।

Mia Khalifa

টুইট মিয়া লেখেন, ‘একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই। আমি কোনোদিনই ভারতে পা রাখব না। যেই এটা বলুক যে আমি বিগ বসে আসর জন্য ‘আগ্রহ’ দেখিয়েছি তাকে বের করে দেওয়া উচিত’। স্বাভাবিকভাবেই টুইটটি ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যে। আর এর সাথে দর্শকদের আশায় জল ঢেলে যায়।

কিন্তু এই টুইট কিন্তু আদতে এখনের নয় বরং ২০১৫ সালের। পুরোনো এই গুজন নিয়েই নতুন করে মাথাচাড়া দিয়েছে। অবশ্য এমন ঘটনা কিন্তু প্রথমবার হয়নি। এর আগেও একাধিকবার নাকি মিয়াকে নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছিল। তবে সম্প্রতিকালের জল্পনা নিয়ে এপর্যন্ত কোনো মন্তব্য আসেনি মিয়ার তরফ থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥