বাংলা সিনেমা জগতের তথা টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান হলে রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। একসময় বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি, উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সব বাংলা সিনেমা। গোটা বাংলা জুড়ে রয়েছে অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। আর দিদি নাম্বার ওয়ান সঞ্চালনার পর থেকে তিনি হয়ে উঠেছেন অসংখ্য মানুষের অনুপ্রেরণা।
প্রসঙ্গত রচনা ব্যানার্জীর অনুরাগীদের সংখ্যা শুধুমাত্র বাংলাতেই নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দেশে। একটা সময় ছিল যখন বলিউডেও ডেবিউ করেছিলেন রচনা। হিন্দি ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সাথে। তবে শুধুমাত্র বাংলা কিংবা হিন্দি সিনেমায় নয় রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন ওড়িয়া এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমাতেও।
তবে বহুদিন হয়ে গেল এখন আর সিনেমা অভিনয় করতে দেখা যায় না রচনা বন্দ্যোপাধ্যায়কে। বড়পর্দাকে বিদায় জানিয়েছেন অনেকদিন আগেই। আজ তিনি গোটা বাংলার ‘দিদি নাম্বার ওয়ান। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় গেম শো সঞ্চালনা করেই সেলিব্রেটি থেকে রাতারাতি দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন রচনা।
দিদি নাম্বার ওয়ান সঞ্চালনার পাশাপাশি ইদানিং অভিনেত্রী যুক্ত রয়েছেন আরো একটি পেশার সাথে। আসলে ‘রচনা’স ক্রিয়েশন’ নামে একটি নিজস্ব বুটিক রয়েছে অভিনেত্রীর। তবে শুধু অভিনয় সঞ্চালনা কিংবা শাড়ির ব্যবসাই নয় আরো একটি বিশেষ প্রতিভার অধিকারী এই অভিনেত্রী, তা হল গান। প্রিয় অভিনেত্রীর গলায় এমন সুন্দর গান শুনে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
আসলে সেলিব্রেটি হওয়ার সুবাদে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের অনুরোধে বিভিন্ন জায়গায় গিয়ে মঞ্চে অনুষ্ঠান করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল (Viral) হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের এমনই একটি অনুষ্ঠানে গান গাওয়ার ভিডিও (Music Video)। সেখানে পরপর বেশ কয়েকটি গান শোনা গিয়েছে অভিনেত্রীর গলায়। শুরুতে ‘সাজনা পে দিল আগায়া’ গেয়েই মাতিয়ে তোলেন সবাইকে। পরবর্তীতে দর্শকদের অনুরোধে ‘সবুজ সাথী’ সিনেমার টাইটেল ট্র্যাক, ‘সবুজ সাথী’ গানগেয়ে শোনান তিনি।