জি বাংলায় (Zee Bangla) একের পর এক নতুন ধারাবাহিক এসেই চলেছে। দু’সপ্তাহ আগে শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’। আজ থেকে শুরু হচ্ছে ‘সোহাগ জল’। আগামী ১২ ডিসেম্বর থেকে আবার আসছে ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা শুভঙ্কর সাহা এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে একেবারে অভিনব কায়দায় ‘তোমার খোলা হাওয়া’র প্রোমো প্রকাশ করা হয়েছে। কারণ এই প্রথমবার প্রথম প্রোমোর সঙ্গে ধারাবাহিকের শুরুর দিক এবং সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর থেকে ‘এই পথ যদি না শেষ হয়’এর সময়ে অর্থাৎ রাত ৯:৩০টায় শুরু হচ্ছে স্বস্তিকা-শুভঙ্করের নতুন সিরিয়াল।
‘তোমার খোলা হাওয়া’র প্রোমোয় দেখা গিয়েছে, নায়িকা ঝিলমিল তাঁর বাবার প্রচণ্ড আদরের। কিন্তু ঘরের কোনও কাজ করতে পারে না বলে মায়ের কাছে সবসময় বকুনি খায়। অপরদিকে নায়ক আবার ততটাই কড়া। কড়া নিয়ম মেনে চলেন তিনি। নায়কের আবার বেশ কয়েকটি বড় বড় সন্তানও রয়েছে। প্রত্যেকদিন সব সন্তানদের নিয়ে গঙ্গা স্নান করতে আসেন তিনি।
এমনই এক দিনে ঝিলমিলকে তাঁর মা গঙ্গা মাটি নিয়ে আসার নির্দেশ দেয়। গঙ্গা মাটি আনতে গিয়ে সোজা জলে ঝাঁপ দেয় ঝিলমিল। সেই সময় আবার নায়ক স্নানের আগে প্রণাম করছিল। তাঁর গায়ে জলের ছেটা লাগতেই সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। ঝিলমিলকে এই কাজের জন্য সে শাসন করতে গেলে উল্টে সে তাঁকে শুনিয়ে দেয়, নিয়ম মানায় নয়, বরং ভাঙার মধ্যেই আসল মজা রয়েছে।
ঝিলমিলের এই কাণ্ড দেখে শ্বশুর মশাইয়ের জন্য তাঁকে পছন্দ করে ফেলে নায়কের একজন বৌমা। সে বলে, বাবার জন্য এমনই এক মেয়ের দরকার। একথা শুনে আর একজন পাশ থেকে বলে ওঠেন, ‘তাহলে কি এই হবে আমাদের নতুন শাশুড়ি মা?’
‘তোমার খোলা হাওয়া’এর এই প্রোমো দেখার পর থেকেই দর্শকদের একাংশ অভিযোগ তুলেছেন যে জনপ্রিয় একটি হিন্দি ধারাবাহিকের টুকলি এটি। আর সেই ধারাবাহিকের নাম হল ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’। সেখানে দেখানো হয়েছিল, দাদার প্রয়াণের পর তাঁর সব সন্তানদের মানুষ করেছিল নায়ক। এরপর প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর সে বেশ গুরুগম্ভীর হয়ে যায়। এরপরই নায়কের জীবনে প্রবেশ হয় ছলবলে গুড্ডনের। স্বস্তিকা-শুভঙ্করের ধারাবাহিকের প্রোমোতেও এমনই আঁচ পাওয়া গিয়েছে। তাই দর্শকদের একাংশের মতে, গুড্ডন যেমন হিন্দি ধারাবাহিকের সর্বকনিষ্ঠ শাশুড়ি হয়েছিলেন, তেমনই ঝিলমিল বাংলায় সেই ভূমিকা পালন করতে চলেছেন।