দর্শকদের বিনোদনের জন্য একাধিক সিরিয়াল সম্প্রচারিত হলেও জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা আলাদাই। শুরু থেকেই সকলের মন জিতেছে মিঠাই। তাই মিঠাই মারা যাওয়ার পর রীতিমত শোকাহত হয়ে গিয়েছিলেন দর্শকেরা। যদিও খুব বেশিদিন মিঠাইকে ছাড়া থাকতে হয়নি কারণ, মিঠাইয়ের পরিবর্তে মিঠি হয়ে ফিরে এসেছে সে। মিঠিকে দেখতে হবহু মিঠাইয়ের মতোই, তাই দর্শকদের অনেকের ধারণা গল্পের মোড় আগামী দিনে ইন্টারেষ্টিং হতে চলেছে।
মিঠাই মারা যাওয়ার পর সিরিয়ালের স্লট বদলেছে। সন্ধ্যে ৮টার বদলে ৬.৩০ মিনিট থেকে সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি। তবে এতে হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছে মিঠাই। যেটা বিগত কয়েক সপ্তাহের টিআরপি রিপোর্ট দেখলেই বোঝা যায়। আর এবার টান টান উত্তেজনার ট্র্যাক আসতে চলেছে। মিঠির বাড়ি থেকে পালিয়ে আসার কথা ইতিমধ্যেই মনোহরাতে জেনে গিয়েছে সকলে।
একসময় ভালোবাসার টানে বাড়ি ছেড়ে কলকাতায় এসে হাজির হয়েছিল মিঠি। কিন্তু যে প্রান্তিকের জন্য বাড়ি ছেড়েছিল সে আসলে প্রতারক ভাবতেও পারেনি মিঠি। মিঠি ছাড়াও একাধিক প্রেমিকা রয়েছে তাঁর। প্রান্তিকের থেকে প্রত্যাখ্যান পেয়ে যখন আশ্রয় খুঁজছিল তখনই মনোহরার বিজ্ঞাপন চোখে পড়ে আর মোদক পরিবারে এসে হাজির হয় সে। আর এখন গোটা বাড়িতে মিঠাইয়ের ছেলে শাক্যর সবচাইতে প্রিয় মিঠি।
এদিকে মনোহরায় থাকার কথা জানতে পেরে গিয়ে মহাবিপদে পড়েছে মিঠি। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য এক দারুন আইডিয়া দিয়েছে শাক্য। হ্যাঁ ঠিকই ধরেছেন এইটাই এতদিন ধরে চাইছিলো দর্শকদের একাংশ। মিঠিকে বাবার থেকে বাঁচাতে এবার মিঠাইরূপে সাজানো হবে। আর মিঠাইরূপেই বাবা ও প্রেমিকের চোখে ধুলো দেবে মিঠি।
মিঠিকে মিঠাই হিসাবে সাজানোর জন্য বাড়ির সকলেই রাজি। তবে অবশ্যই সেটা সিদ্ধার্থকে না জানিয়ে। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে এই নতুন ট্র্যাকের একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থের পাশে মিঠাইয়ের মত সাজে দাঁড়িয়ে মিঠি। শাড়ি পরে একেবারে পুরোনো মিঠাইয়ের মত সেজে হাজির মিঠি।
মনোহরাতে মিঠির বাবা ও প্রেমিক এসে হাজির হলে ঝটপট সেজেগুজে এসে সোজা বলে, ‘কে মিঠি? আমি এই বাড়ির বউ মিঠাই।’ এরপর সিদ্ধার্থ আসতেই তার কাছে গিয়ে বলে ‘এই যে আমার স্বামী উচ্ছেবাবু’। তাই আগামী দিনে কি হতে চলেছে সেটা ভেবেই রীতিমত উত্তেজনা বেড়ে গিয়েছে দর্শকদের।