জি বাংলার (Zee Bangla) সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়াল খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে টিভির পর্দায়। একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প অল্পদিনের মধ্যেই ছাপ ফেলেছে দর্শকদের মনে।
তবে বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সিরিয়াল। এমনিতে সিরিয়ালের নায়িকা অর্থাৎ লক্ষ্মী কাকিমা (Lokkhi Kakima) একাই একশো। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সিরিয়ালে তাঁর অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ আট থেকে আশি সকলেই।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহূর্তে সিরিয়ালে চলছে মজার ট্র্যাক। কদিন ধরেই খালি মাথা ঘুরছে লক্ষ্মী কাকিমার, সঙ্গে বমিও হচ্ছে। তাই তাকে নিয়ে এক মহিলা ডাক্তারের কাছে যেতেই এই বয়সে খোকা খুকু হওয়ার কথা শুনে মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে লক্ষ্মী কাকিমা এবং তার স্বামীর।
অন্যদিকে এই বয়সে এসে লক্ষ্মী কাকিমার মা হওয়ার খবর পেয়ে দারুন চটে গিয়েছেন দর্শক। ব্যাপক ট্রোলিংয়ের (Trolling) পাশাপাশি রাগের চোটে দর্শকদের একাংশ অবিলম্বে এই সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সিরিয়ালের পোস্টের শেয়ার করে এমনই একজন দর্শক লিখেছিলেন ‘টিআরপি-তে এগিয়ে যেতে চরম নোংরামি দেখানো হচ্ছে’!
