জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই সিরিইয়েল খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প। যা দেখে একসময় ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকেরাও। বাকি সিরিয়ালের ভিড়ে টিআরপি তালিকাতেও নিজের জায়গা করে নিয়েছে।
এমনিতেই ষ্টার জলসা ও জি বাংলার মধ্যে কোন চ্যানেলের সিরিয়ালের জনপ্রিয়তা সবচাইতে বেশি সেই নিয়ে চলে হাড্ডা হাড্ডি লড়াই। আর টিআরপি তুলতে সিরিয়ালে অদ্ভুত সমস্ত ট্র্যাক ঢোকানো হয়, যা নিয়ে চরম আপত্তি দর্শকদের। সম্প্রতি লক্ষী কাকিমা সিরিয়ালের ট্র্যাক দেখে রীতিমত ক্ষুদ্ধ নেটিজেনরা।
আসলে সিরিয়ালের গল্পে গাঁজাখুরি দেওয়া নিয়ে দর্শকদের অভিযোগ বহুদিনের। অবাস্তব ধরণের কাহিনী দেখানো হলেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় চর্চা, খিল্লি থেকে কটাক্ষ। বর্তমানে নেটপাড়ায় লক্ষী কাকিমা আর মাধবীলতা এই দুই সিরিয়াল নিয়ে চলছে তুমুল চর্চা। নেটিজেনদের মতে সবচেয়ে খারাপ কাহিনী লেখার প্রতিযোগিতায় নেমেছে সিরিয়ালের লেখিকা।
কিছুদিন আগেই মাধবীলতা সিরিয়াল নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছিল। এক পর্বে দেখানো হয়েছিল পেনের কালি ফুরিয়ে যাওয়ার জন্য নাকি পদার্থবিদায় ৯৮ পেয়েছিল মাধবী। এই শুনে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল দর্শকদের। পরীক্ষায় সেরা না হওয়ার দুঃখের কাহিনী শুনে চোখে জল নয় বরং হাসতে হাসতে পেটে খিল ধরেছিল সকলের।
এদিকে লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়ালে লক্ষী কাকিমাকে হটাৎ করেই অন্তঃসত্ত্বা হতে দেখা যাচ্ছে। একদিকে বৌমা অন্যদিকে শ্বাশুড়ি দুজনেই একসাথে মা হতে চলেছে। এমনকি সাধের অনুষ্ঠানও হচ্ছে একসাথেই। এই ট্র্যাক নিয়ে রীতিমত অখুশি দর্শকেরা। টিআরপি টানতে নোংরামি দেখানো হচ্ছে। পরিবারের সকলের সাথে দেখার মত আর রইল না সিরিয়ালটি, এমনটাই অভিযোগ সকলের। দর্শকদের মত এই ধরণের ট্র্যাক শীঘ্রই বদলানো উচিত। যদিও চ্যানেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন সেটা আগামী দিনেই স্পষ্ট হবে।