• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেঁড়া হাওয়াই চটির দাম দেড় কোটি পার! জুতোর দাম শুনেই মাথায় হাত নেটিজেনদের

পুরনো ছেঁড়া একজোড়া চটি কেউ সাধারণত কেনার কথা ভেবেও দেখেন না। কিন্তু এবার পুরনো ছেঁড়াছুড়ো এক হাওয়াই চপ্পলই (Old Sandals) বিক্রি হল দেড় কোটিরও বেশি মূল্যে!  না না চোখের ভুল নয়, দামটা একেবারে ঠিকই দেখেছেন। সম্প্রতি এক নিলামে ঘটেছে এই অবাক কাণ্ড। আর সেই চটির এত দামের কারণ জানতে পেরে কপালে হাত দিয়েছে নেটিজেনদের একাংশ।

ঘরে পরার বা কাছেপিঠে যাওয়ার জন্য অনেকেই চপ্পল পরে থাকেন। সেগুলির আর কতই বা দাম হয়? যদি কেউ  ব্র্যান্ডেড জুতোর ভক্ত হয়, তাহলে একটু বেশি টাকা খসলেও কোনও ভাবেই সেই অঙ্কটা কোটির গণ্ডি পেরিয়ে যায় না। তবে সম্প্রতি এমনটাই হয়েছে। ব্যবহার করা ছেঁড়া একটি চটি বিক্রি হয়েছে দেড় কোটিরও বেশি টাকায়।

   

Steve Jobs sandal, Steve Jobs sandal auction

সম্প্রতি আয়োজিত হওয়া নিমালে দীর্ঘদিন ধরে ব্যবহার করা একটি চপ্পল নিলামে তোলা হয়েছিল। কেনার জন্য প্রচুর ‘লড়াই’য়ের পর অবশেষে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় সেই জুতো। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। আর একথা শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের একটি বিরাট অংশের।

বাদামি রঙা বারকেনস্টকসের সেই চপ্পল দেখেই বোঝা যাচ্ছে সেটি বহুদিন ব্যবহার করা হয়েছে। সেই জুতো দু’টি এতটাই ব্যবহৃত যে তার ওপর পায়ের আঙুলের ছাপ পর্যন্ত পরে গিয়েছে। তবে এখানেই রয়েছে টুইস্ট। এই জুতোগুলি ব্যবহার করেছেন খোদ অ্যাপেলের স্রষ্টা (Apple founder) তথা কিংবদন্তি স্টিভ জোবস (Steve Jobs)।

Steve Jobs

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ‘জুলিয়েনস অকশন’ নামক এক সংস্থা স্টিভ জোবসের ব্যবহৃত সে জুতো জোড়া নিলামে তুলেছিল। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, সত্তরের দশকের মাঝামাঝি নাগাদ এই চপ্পল দু’টি পরতেন স্টিভ। এর আগে অবশ্য শোনা গিয়েছিল, অ্যাপেলের স্রষ্টার ম্যানেজার মার্ক শেফের ছিল।

নিলামে তোলার আগে মনে করা হয়েছিল, স্টিভ ব্যবহৃত এই জুতো দু’টির দাম ষাট হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ লাখ টাকার মতো উঠবে। কিন্তু নিলাম শুরু হতেই বদলে যায় সব হিসাব। চড়চড় করে বাড়তে থাকে দাম। শেষ পর্যন্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দেড় কোটিরও বেশি টাকা দিয়ে জুতো দু’টি কিনে নেন। ওই জুতো দিয়ে তিনি কী করবেন অনেকের মনে জেগেছে সেই প্রশ্নও। আবার অনেকের মতে, এগুলি স্রেফ টাকা নষ্ট করা। এত টাকা দিয়ে পুরনো ছেঁড়া জুতো না কিনে গরিব মানুষদের কাজে লাগালে অনেক উপকার হতো।

site