এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম পুরনো একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi na Sesh Hoi)। বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের একেবারে ভিন্ন স্বাদের গল্প উপহার দিতে বছর দেড়েক আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল উর্মি আর তার সত্যকিবাবুর এই লাভস্টোরি। শুরুর পর থেকে খুব অল্প দিনের মধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের একেবারে মন ছুঁয়ে এই গিয়েছিল এই সিরিয়াল।
গতে বাঁধা একঘেয়ে বস্তা পচা কনসেপ্ট থেকে বেরিয়ে একেবারে মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প নিয়েই তৈরী এই সিরিয়াল। আর তাই বাস্তবজীবন থেকে উঠে আসা এই সিরিয়ালের চরিত্রদের সাথে খুব সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরাও। বড়লোক বাড়ির মেয়ে উর্মি (Urmi)-র চরিত্রে অভিনেত্রী অন্বেষা হাজরা এবং সাত্যকি (Satyoki) চরিত্রে অভিনেতা ঋত্বিক মুখার্জীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।

কিন্তু সব শুরুরই শেষ থাকে তাই ব্যতিক্রম নয় উর্মি সাত্যকির এই পথ যদি না শেষ হয়। এমনিতে বিগত কয়েক দিন ধরেই কমতে শুরু করেছে এই সিরিয়ালের টিআরপি। যার ফলে চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। টেলিভিশনের পর্দায় এখন হিড়িক পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের। যার ফলে শেষের মুখে দর্শকদের অত্যন্ত পছন্দের এই সিরিয়ালটি। টেলিপাড়ায় জোর গুঞ্জন চলতি মাসের শেষেই সম্পন্ন হবে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং।
এমনিতে সিরিয়ালের বেশি টিআরপি পাওয়ার জন্য মাঝেমধ্যেই আজগুবি সব গল্প দেখানো হয়। সম্প্রতি এই সিরিয়ালে সম্প্রপ্রচারিত হয়েছে এমনই একটি পর্ব। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এই পর্বে দেখা গিয়েছে উর্মীর দাদা ভিকি (Vicky) তার বউ রিনিকে (Rini)বলছে তার বমি পাচ্ছে এবং টক খেতে ইচ্ছা করছে। আর এই কথা শুনেই রিনি ধরে নেয় তার বর প্রেগনেন্ট (Pregnant)।
সিরিয়ালের এই দৃশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। সিরিয়ালে ভিকি রিনির এমন অদ্ভুত কান্ড কারখানা দেখে একজন দর্শকন তাদের ছবি শেয়ার করে লিখেছেন ‘ভিকির বমি পাচ্ছিল, টক খেতে ইচ্ছে করছিল আর রিনি ধরে নিল ভিকি প্রেগন্যান্ট। একজন গাধা আর আরেকজন গবেট। কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হল ভিকি মা হবে নাকি বাবা হবে?’