বাংলার টেলি জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন উষসী রায় (Ushasi Roy)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৭ বছর পার করে ফেলেছেন তিনি।শুরুটা হয়েছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’ (Milan Tithi) সিরিয়ালে অহনা চরিত্রের হাত ধরে। এই সিরিয়ালে তিনি জনপ্রিয় অভিনেতা জিতু কামাল -এর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
এরপরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’ (Bokul Kotha)-য় অভিনয় করেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন উষসী। এই সিরিয়ালে টম বয় বকুলের (Bokul) চরিত্রে উষসীর অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এতদিন পর আজও অভিনেত্রী রাস্তায় বের হলে তাকে বকুল বলেই ডাকেন সবাই।
তবে শেষবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখা গিয়েছে কাদম্বিনী চরিত্রে। এই সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে (Serial) দেখা যায়নি উসষী কে। কারণ ছোট পর্দা থেকে বিরতি নিলেও তিনি কাজ করেছেন একের পর এক ওয়েব সিরিজে (Web Series)। ইতিমধ্যেই উসষী কাজ করে ফেলেছেন ব্যোমকেশ সিরিজের মতো ওয়েব সিরিজে। এছাড়াও ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয় করেছেন উসষী।
তবে শুধু ওয়েব সিরিজ নয় সদ্য অভিনেত্রীর মুকুটে জুড়েছে নতুন পালক। রাজদীপ ঘোষের সিনেমা (Cinema) ‘আয়ুরেখা’(Ayurekha)-র হাত ধরে বড় পর্দায় ডেবিউ (Debut) করছেন ছোট পর্দার বকুল অভিনেত্রী উষসী। প্রথম ছবিতেই পেয়ে গিয়েছেন ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতার সাথে অভিনয়ের সুযোগ। বাড়ির বৌয়ের ইমেজ ভেঙে প্রথম সিনেমাতেই একজন তদন্তকারী অফিসারের চরিত্রে অভিনয় করছেন উষসী।
ইতিমধ্যেই ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। সম্প্রতি তারই আগে সিটি সিনেমার সাথে সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি প্রথম সিনেমাতেই ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতার সাথে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আর দুবার ভাবেননি। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। অনুরাগীরা সকলেই জানতে চান পর্দার বকুল সিঙ্গেল নাকি মিঙ্গেল। এপ্রসঙ্গে এদিন জানতে চাওয়া হলে রহস্য জিইয়ে রেখেই অভিনেত্রী জবাব দেন ‘ক্রমশ প্রকাশ্য’।