• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কঠিন পরিস্থিতিতে জেঠুর মুখোমুখি খড়ি, গাঁটছড়ার নতুন ট্র্যাকে চড়ছে উত্তেজনার পারদ

Published on:

Gatchhora Serial New Track Khori Meets with Jethu

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিইবা বলার আছে। আর পাঁচটা সিরিয়াল থেকে আলাদা একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল নায়ক নায়িকা ঋদ্ধি (Ridhi) খড়ি (Khori) জুটির অনস্ক্রিন রসায়ন।

টিভির পর্দায় ঋদ্ধি-খড়ি জুটির রোম্যান্স দেখতে বসলে আর চোখের পলক পড়ে না কারও। তবে শুধুমাত্র নায়ক-নায়িকার কেমিস্ট্রি নয়। সেইসাথে সিরিয়ালের আনকোরা বিষয়বস্তুও আর পাঁচটা গতে বাঁধা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছে এই সিরিয়ালকে। এমনিতেই আজকালকার বেশিরভাগ সিরিয়ালে একঘেয়ে শাশুড়ি বৌমার কূটকচালি কিংবা পরকীয়া দেখে ক্লান্ত দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,খড়ির জেঠু,Khori's Uncle,নতুন ট্র্যাক,New Track,টিআরপি,TRP

এখানেই অন্যান্য সিরিয়ালগুলো থেকে একেবারেই আলাদা ‘গাঁটছড়া’। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহর্তে মিস্টার ডি (Mister D) -এর আগমনে নতুন মোড় এসেছে ঋদ্ধি খড়ির জীবনে। যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে খড়ির জেঠু। জগদ্ধাত্রী পুজোর দিনেই খড়ি বুঝেছিল তার জেঠু জীবিত রয়েছে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকালই খড়ির সামনে আনা হয়েছে তাকে।

সিরিয়ালে দেখা গিয়েছে খড়িকে তার জেঠুর অসম্পূর্ণ কাজ করার জন্য অপহরণ করেছে মিস্টার ডি।  বিনিময়ে পারিশ্রমিক হিসেবে খড়িকে তার জেঠুকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে। আর তাই এত বছর পর সামনে থেকে জেঠুকে দেখে চোখে জল এসে গিয়েছে খড়ির। অথচ এতদিন সবাই জানতো তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,খড়ির জেঠু,Khori's Uncle,নতুন ট্র্যাক,New Track,টিআরপি,TRP

প্রসঙ্গত ধারাবাহিকে খড়ির জেঠুরট্র্যাক আসার সময় দেখে বিগত বেশ কিছুদিন ধরে এই সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছিলেন দর্শকদের একাংশ। যার প্রভাব গিয়ে পড়েছে টিআরপি তালিকা তে। হুড়হুড় করে নাম্বার কমেছে সিরিয়ালের।  কিন্তু গতকাল সিরিয়ালে খড়ির জেঠুকে দেখানোর সাথে সাথেই দর্শক মনে করছেন এবার এই ট্র্যাক  শেষ করে খুব তাড়াতাড়ি নতুন ট্র্যাক আসবে সিরিয়ালে। যার ফলে আবার তরতরিয়ে বাড়বে সিরিয়ালের টিআরপি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥