বলিউডের (Bollywood) সঙ্গে বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK) একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। প্রত্যেকটি বলিউড ছবির রিভিউ তাঁর করা চাইই চাই। আর রিভিউর নামে কেআরকে ছবিগুলির যা তুলোধোনা করেন তা কারোর অজানা নয়। সম্প্রতি যেমন বরুণ ধাওয়ান (Varun Dhawan) অভিনীত হরণ কমেডি ঘরানার ছবি ‘ভেড়িয়া’কে (Bhediya) ধুয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার অর্থাৎ ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরুণের ‘ভেড়িয়া’। ‘স্ত্রী’, ‘রুহি’র নির্মাতাদের ছবি এটি। দর্শক এবং চলচ্চিত্র বিশেষজ্ঞদের তরফ থেকে এখনও পর্যন্ত ছবিটি নিয়ে ইতিবাচক এবং মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যতিক্রমী হলেন কেআরকে। বরুণ ধাওয়ান-কৃতি শ্যানন অভিনীত ছবিটি দেখার পর তিনি রীতিমতো ধুয়ে দিয়েছেন।
‘ভেড়িয়া’ দেখতে গিয়েই টুইটের পর টুইট করে ছবিটিকে তুলোধোনা করেন কেআরকে। বি টাউনের এই স্বঘোষিত সমালোচক নিজের প্রথম টুইতে লেখেন, ‘এখন ইন্টারভাল হল আর ভেড়িয়া ছবিটি এখনও পর্যন্ত একটা অত্যাচারের মতো। যদি আপনি জানতে চান অরুণাচল প্রদেশের জঙ্গলে কীভাবে রাস্তা তৈরি করতে হয় তাহলে এই সিনেমাটি দেখতে পারেন। ছবির ইন্টারভেলের সময় পরিচালক নিজে লিখেছেন এই ছবির থেকে সাবধানে থাকবেন’।
It’s interval and #BhediyaMovie is a torture till here. If you want to learn, how to make road in the jungle of Arunachal Pradesh then you must watch the film. Director ने ख़ुद लिखा है Interval की जगह, कि बचकर रहना इस फ़िल्म से!??
— KRK (@kamaalrkhan) November 25, 2022
এখানেই থামেননি কেআরকে। এরপর ছবিটি শেষ হওয়ার পর ফের একটি টুইট করেন তিনি এবং ফের বরুণের ছবিকে তুলোধোনা করেন। স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচক লিখেছেন, ‘ভেড়িয়ার ব্যাপারে আমি কী বলব! এটি একটি সিনেমা নয় এটি পরিচালকের ব্রেনের দুষ্টু বুদ্ধি। দর্শকরা যখন সিনেমা হলে যাচ্ছে না তখন পরিচালকদের ভালো ছবি বানানোর চেষ্টা করা উচিত। কিন্তু তাঁরা ছবি তৈরি না করে কর্পোরেট সংস্থাগুলিকে ঠকিয়ে টাকা কামানোয় ব্যস্ত। আ থুঃ। কেবল এক টাকার ছবি’।
What should I say about #Bhediya! It’s not a film but it’s a Khurafat of Director’s brain ?! Film makers should try to make good films, When people are not coming to theatres. But they are busy in fooling corporate houses to make money instead of making films. Aa Thoo 1* only.
— KRK (@kamaalrkhan) November 25, 2022
বরুণ ধাওয়ানের ছবি নিয়ে কেআরকে’র এই রিভিউ মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ তাঁকে একেবারে ধুয়ে দিয়েছেন। অনেকে রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এবং আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’র বিষয়ে তাঁর রিভিউর প্রসঙ্গ টেনে তাঁকে একহাত নিয়েছেন।
একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘পুষ্পা, আরআরআর নিয়ে মজা করেছিলে। আল্লু অর্জুনের লুক নিয়ে তাঁকে আক্রমণ করেছিলে। দৃশ্যমের খারাপ রিভিউ করেছিলে। থুথু ফেলে সেটাকে আবার চেটে নেওয়া আপনার জন্মগত স্বভাব। আপনি নিজের দমে সফল তাই আপনাকে সম্মান করি। তবে আপনি অপরের সুখে জ্বলেন এটাও সত্যি’।