বাংলার বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসর সময়ে পছন্দের চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের। ইদানিং সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি পারিবারিক সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।
এমনিতে টিভির পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। তবে আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই পারিবারিক ড্রামা অল্প কয়েকদিনেই মন জয় করে নিয়েছে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের। শুরু থেকেই এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য (Surjo)- দীপার (Deepa) এই মিষ্টি প্রেমের গল্প নজর কেড়েছে দর্শকদের।
তবে এখন আ আগের মতো নেই তাদের সম্পর্কটা। দিনের পর দিন ভুল বোঝাবুঝি আরর অভিমানের পাহাড় জমতে জমতে এখন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে সূর্য-দীপার ‘সাদা কালোয় বোনা শীতলপাটি’র জীবন।এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন সম্প্রতি সূর্য আর দীপার জীবনে এসেছে জোড়া সুখবর। সদ্য দুই যমজ কন্যা সন্তানের (Twins Baby) জন্ম দিয়েছে দীপা।
দীপার মা হওয়ার সাথে সাথেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। সন্তান জন্মের পর হাসপাতালে যখন দীপা গভীর ঘুমের মধ্যে ছিল তখনই তার শাশুড়ি লাবণ্য যমজ মেয়েদের মধ্যে একজনকে নিয়ে চলে আসে বাড়িতে। তাকে সূর্যের হাতে তুলে দিয়ে নিজের নাম দিতে বলে লাবণ্য। অন্যদিকে আর এক মেয়েকে নিজেই মানুষ করছে দীপা।
তাই গর্ভস্থায় শত কষ্টেও শশুড়বাড়ির চৌকাঠ পেরোয়নি সে। কিন্তু নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারলো না দীপা। একরত্তি মেয়েকে তার বাবার পরিচয় দিতে বাধ্য হয়েই সূর্যর সামনে এসে দাঁড়িয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় এই পর্বের ভিডিও ক্লিপিং দেখে দর্শকদের মধ্যে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।