• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাল্টাচ্ছে সমাজ, মেয়ে মানেই বিয়ে-সংসার নয়! ‘গ্রাজুয়েট চা-ওয়ালি’র স্বপ্নপূরণ করলেন সোনু সুদ

Published on:

Sonu Sood helps Bihar girl Priyanka Gupta

বিগত ২ বছরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষের কাছে বাস্তবের ‘সুপারহিরো’ হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাই গরিবের ‘মাসিহা’ বলা হয় তাঁকে। এবার সোনু সুদের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বিহারের ‘গ্রাজুয়েট  চা-ওয়ালি’ (Graduate Cha-wali) প্রিয়াঙ্কা গুপ্তা (Priyanka Gupta)। কিছুদিন আগেই বিহারের পাটনা অঞ্চলে চায়ের দোকান খুলে প্রশাসনের রোষের মুখে পড়েছিলেন এই গ্রাজুয়েট ‘চা-ওয়ালি’।

সে সময় অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেও কোন লাভ হয়নি প্রিয়াংকার। তাই অবশেষে নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তিনি। নিমেষের মধ্যে সেই ভিডিও ভাইরাল (Viral video) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।ভিডিওটিতে ঠিক কি বলেছিলেন তিনি?

Sonu Sood

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা বলছেন তিনি বিহারে অন্য ধরনের কিছু করতে চেয়েছিলেন। সেসময় অনেকেই সাহায্য করেছিল তাকে।  কিন্তু এরপরেই প্রিয়াঙ্কার আফসোস ‘এটা তো বিহার। এখানে মহিলাদের জায়গা রান্না ঘরেই। তাই এখানকার মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য এগোতে পারে না।  আসলে তাদের এগোতে দেওয়া হয় না’

সেইসাথে ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা বলেছেন ‘পাটনা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অবৈধ দোকান যেখানে ব্যবসা চলছে, মদ বিক্রি হচ্ছে কিন্তু সেটা কারো নজরে পড়ে না. কিন্তু যখন একটা মেয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাইলো তখনই সমস্যা তৈরি হলো’।  তাই বিহারে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিয়াঙ্কার প্রশ্ন ছিল ‘আমার কাজ কি শুধু রান্না করা? ঘর মোছা, বিয়ে করে সংসার করা, ব্যবসা করার কোন অধিকার নেই আমার’?

গ্রাজুয়েট  চা-ওয়ালি,Graduate Cha-wali,প্রিয়াঙ্কা গুপ্তা,Priyanka Gupta.ভাইরাল ভিডিও,Viral video,সোনু সুদ,Sonu Sood

এই ভিডিও নজরে পড়ে বলিউড অভিনেতা সোনু সুদের (Sonu Sood)। এরপরেই প্রিয়াঙ্কার ভিডিও টুইট করে অভিনেতা লেখেন ‘প্রিয়াঙ্কার চায়ের দোকানের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর কেউ তাকে সরে যেতে বলবে না’। শুধু তাই নয় অভিনেতা জানিয়েছেন তিনি নিজে খুব তাড়াতাড়ি বিহারে গিয়ে প্রিয়াঙ্কার হাতে তৈরী চা খাবেন। জানা যায় অর্থনীতিতে স্নাতক প্রিয়াঙ্কা চাকরি না পেয়ে বাবা-মা কে সাহায্য করতে বাধ্য হয়ে চায়ের দোকান খুলেছিলেন।কিন্তু পাটনার প্রশাসনের তরফে তাঁর বিরুদ্ধে জমি  জবরদখল করার অভিযোগ করা হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥