এই মুহূর্তে স্টার জলসা অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘গুড্ডি’ (Guddi)। প্রথম দিকে নারীর ক্ষমতায়নের মত বিষয় নিয়ে ধারাবাহিক শুরু হলো ধীরে ধীরে পরকীয়ায হয়ে উঠেছে এই সিরিয়ালের মূল বিষয়বস্তু। সিরিয়ালের নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin)পরকীয়া (Extra Maritial Affair) দেখতে দেখতে দর্শকদের একাংশ ইতিমধ্যেই অনুজ সহ দর্শকদের কটাক্ষের মুখে পড়েছেন লেখিকা লীলা গাঙ্গুলীও (Leena Ganguly)।
এমনিতে টিআরপিতে এগিয়ে থাকা লড়াইয়ে মাঝেমধ্যেই ধারাবাহিকে বিভিন্ন ধরণের আজগুবি সব গল্প দেখানো হয়। এই যেমন কিছুদিন আগে এই ধারাবাহিকের নায়ক অনুজের মুখে ‘হাতির মানুষ খাওয়ার’ সংলাপ শুনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ব্যাপক ট্রোলিং। এমনিতে বহুদিন ধরেই গুড্ডি সিরিয়ালের একঘেয়ে পরকীয়ার ট্র্যাক পাল্টানোর আর্জি জানাচ্ছিলেন দর্শকরা।
এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ইতিমধ্যে ধারাবাহিকে দেখা গিয়েছে কিডন্যাপ করা হয়েছে অনুজকে। আর বরাবরের মতো এবারও অনুজের কিডন্যাপ হওয়ার জন্য গুড্ডিকেই দোষারোপ করেছে শিরিন। পুলিশের সামনে তার নামে নানা ধরনের নোংরা ইঙ্গিত করতেও দুবার ভাবেনি শিরিন। এতদিন শিরিনের কাছে বারবার অপমানিত হয়েও চুপ ছিল গুড্ডি।
এইভাবে বারবার গুড্ডিকেই শিরিনের কারণে-অকারণে অপমান করতে দেখে কিছুদিন আগেই রেগে গিয়েছিলেন দর্শকদের একাংশ। তাদের দাবি কেন গুড্ডি কোন কারণ ছাড়াই বারবার অপমানিত হবে?গুড্ডি নিজে অনুজের কাছে না গেলেও, সব দোষ অনুজের হওয়া সত্বেও গুড্ডিকে কেন বারবার অপমানিত হতে হবে? সেই প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
কিন্তু এখন স্যারজি যখন এত বড় বিপদের মধ্যে রয়েছে সেই সময় আর নিজেকে সামলে রাখতে পারেনি গুড্ডি। শিরিনের মুখের ওপরেই সে ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্যারজিকে সে ভালোবাসে। আর এবার গুড্ডির এই ঘুরে দাঁড়ানোতে তার পাশে দাঁড়িয়েছে তার ক্লাসমেট থেকে শুরু করে টিচার সকলেই। গুড্ডির বিশ্বাস যে করেই হোক অনুজকে সে ঠিক উদ্ধার করে আনবেই। তবে এতদিনে গল্পে নতুন মোড় (New Track) দেখে খুশি হয়েছেন দর্শকরা।