• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মঞ্চে গাইতে গিয়ে গানের পিন্ডি চটকালেন দেব! ভিডিও দেখেই উদ্ধার করে দিল দর্শকেরা

Published on:

Tollywood Superstar Dev trolled for for his bad singing on stage

বড় পর্দায় নায়ক-নায়িকাদের গলায় কত সুরেলা গান শুনেছি আমরা। প্রেম থেকে শুরু করে বিরহ- নানান ধরণের গান (Song) গাইতে দেখা গিয়েছে তাঁদের। কিছু কিছু গান তো আবার কালজয়ী গানের তকমাও আদায় করে নিয়েছে। তবে দর্শকরা প্রায় সকলেই জানেন যে, তাঁদের ঠোঁট নাড়তে দেখা গেলেও গানের পিছনে আসল কণ্ঠ থাকে কিন্তু সঙ্গীতশিল্পীদের।

নায়ক-নায়িকার অভিনয় এবং সঙ্গীতশিল্পীর কণ্ঠের মিশেলেই তৈরি হয় যে কোনও গান। বাস্তবে যদি নায়ক-নায়িকাদের গাইতে বলা হয় তাহলে শ্রোতাদের কানের ওপর দিয়ে মস্ত ঝড়ও বয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে গান গাওয়ার অনুরোধ করেন। ইচ্ছা থাকুক বা না থাকুক গান গেয়ে শোনাতে হয় তারকাদের।

Dev singing

অভিনেতা-অভিনেত্রীদের কাজ হল অভিনয় করা। তবে কাজের খাতিরে নাচটাও শিখতে হয় তাঁদের। কিন্তু গানে দক্ষ হওয়ার কোনও প্রয়োজন পড়ে না। কিন্তু অনুরাগীরা তো একথা মানতে নারাজ। গানের গলা ভালো হোক বা না হোক প্রিয় তারকাকে একটু হলেও গেয়ে শোনাতেই হবে।

সেই কারণেই তো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান গাইতে শোনা যায় বহু অভিনেতা-অভিনেত্রীকে। টলিউড সুপারস্টারও দেবও (Dev) এর ব্যতিক্রম নন। সম্প্রতি যেমন অভিনেতার একটি স্টেজ শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে গান গাইতে দেখা যাচ্ছে তাঁকে। দেব-শুভশ্রী অভিনীত ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির ‘চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা’ গানটি গাইতে দেখা যায় অভিনেতাকে।

Dev singing a song

গানের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে মাইক হাতে এই গানটি গেয়ে শোনান টলি সুপারস্টার। দেবের গান শুনে তাঁর অনুরাগীরা মুগ্ধ হলেও নেটিজেনদের একটি বড় অংশের একেবারেই পছন্দ হয়নি। তাঁদের বক্তব্য, সুর-তাল কিছুই আসল গানের সঙ্গে মিলছে না। ফলে তুমুল কটাক্ষের শিকার হতে হচ্ছে দেবকে।

টলি সুপারস্টার অবশ্য গান গাওয়ার অনুরোধ শোনার পরেই বলেছিলেন, তিনি ভালো গান পারেন না। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীদের কথা রাখতে গাইতে শুরু করেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হতে বেঁধেছে বিপত্তি। যদিও এই প্রথম নয়, এর আগেও স্টেজ শোয়ে গান গেয়ে ট্রোলড হয়েছেন বহু নায়ক-নায়িকা। কোয়েল মল্লিক থেকে শুরু করে দিতিপ্রিয়া রায় হয়ে হালফিলের নুসরত জাহান- গানের জন্য ট্রোল হওয়া টলি তারকাদের তালিকায় নবতম সংযোজন হল দেব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥