টলিউড ইন্ডাস্ট্রির একসময়কার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কাজ করেছেন প্রায় প্রত্যেক শীর্ষ স্থানীয় অভিনেতাদের সঙ্গে। তবে গত ১০ বছর ধরে তাঁর পরিচিতি ‘দিদি নম্বর ১’ (Didi No. 1) শোয়ের সঞ্চালিকা হিসেবে। জি বাংলার এই শোয়ের হাত ধরেই প্রায় প্রত্যেক বাঙালির ঘরের মেয়ে হয়ে গিয়েছেন টলি সুন্দরী।
‘দিদি নম্বর ১’এর মাধ্যমে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন রচনা। শুরুতে সঞ্চালিকা হিসেবে টলি সুন্দরী না থাকলেও, তিনি আসার পর থেকে শোয়ের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এখন তো তিনি এবং ‘দিদি নম্বর ১’ প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
জ বাংলার এই জনপ্রিয় শোয়ের সঞ্চালিকা (Didi No. 1 host) হিসেবে দর্শকরা অন্য কাউকে ভাইবেই পারে না। তাঁর জায়গা যে কেউ ছিনিয়ে নিতে পারে এমনটা যেন কল্পনারও অতীত। কিন্তু এবার সেই অঘটনটাই ঘটে গেল। টানা ১০ বছর ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করার পর শো থেকে বাদ পড়লেন রচনা!
৮ থেকে ৮০ প্রত্যেকেই বোঝেন ‘দিদি নম্বর ১’ মানেই রচনা। খুদে থেকে শুরু করে বৃদ্ধা- সব ধরণের দিদিরাই আসেন এই শো’য়ে অংশগ্রহণ করতে। কিছু সময় আগে এমনই এক খুদে দিদির গিয়েছিলেন রচনার এই শোয়ে। তাঁর নাম অনুষ্কা চ্যাটার্জি। আর সেই মেয়েই রচনার সামনে দাঁড়িয়ে তাঁর সঞ্চালনা নকল করে দেখান।
হুবহু টলি অভিনেত্রীর মতো করে ‘দিদি নম্বর ১’এর সঞ্চালনা করেন ছোট্ট অনুষ্কা। প্রত্যেকটি লাইন সে যেভাবে মনে রেখেছে তা দেখে তাক লেগে গিয়েছিল খোদ রচনার। এমনকি অভিনেত্রী বলেন, তাঁর রীতিমতো ভয় করছে যে এই পুঁচকে তাঁর সঞ্চালনার চাকরি নিয়ে নেবে।
অবশ্য শুধু রচনার সঞ্চালনা নকল করাই নয়, অনুষ্কা একেবারে পর্দার ‘দিদি নম্বর ১’এর মতো সেজেও এসেছিল। রচনাকে সে জানায়, প্রতিদিন বিকেলে ঠাকুমার সঙ্গে বসে এই শো দেখে সে। সেখান থেকে ‘রচনা আন্টি’কে নকল করতে শিখেছে সে। পুঁচকে অনুষ্কার এত সুন্দর প্রতিভা দেখে রচনা তো বটেই নেটিজেনরাও অবাক হয়ে গিয়েছে। ভালোবাসায় ভরিয়ে দিয়েছে খুদে ‘দিদি নম্বর ১’কে।