• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিটিংবাজ খলনায়ককে শাস্তি দিতে লেডি রঞ্জিত মল্লিক মিতুল, রইল বেল্ট দিয়ে চাবকে দেওয়ার ধামাকাদার প্রোমো

Updated on:

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,কলি,Koli,অনির্বান,Anirban,নতুন প্রোমো,New Promo

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসরসময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। সারাদিনের ব্যস্ততা শেষে পছন্দের বাংলা সিরিয়াল দেখা এখনকার দিনে যে কোনো সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি  বিষয়। এই মুহূর্তে জি বাংলার সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি  সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।

সাংসারিক কূটকচালির বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে নায়িকা মিতুল (Mitul)-এর চরিত্রে অভিনয় করেই  দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ধারাবাহিকে তার বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। অল্প দিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা ইন্দ্র মিতুলের এই মিষ্টি জুটি।

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,কলি,Koli,অনির্বান,Anirban,নতুন প্রোমো,New Promo
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিতুলের প্রতি দিনে দিনে মজবুত হচ্ছে ইন্দ্রর বিশ্বাসের ভীত। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে অনুরাধার (Anuradha) সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছে মিতুল। এরইমধ্যে ধারাবাহিকে চলে এসেছে নতুন ট্র্যাক। ইতিমধ্যেই  ইন্দ্রর পিসতুতো বোন কলির (Koli) সাথে বিয়ের কথা চলছে অনির্বানের (Anirban)।
খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,কলি,Koli,অনির্বান,Anirban,নতুন প্রোমো,New Promo
কিন্তু মিতুলের সন্দেহ এই অনি একেবারেই ভালো মানুষ নয়। কারণ বিয়ের আগেই সে ভাগ চাইছে সম্পত্তির।আর একথা সবাইকে জানাতেই সবাই উল্টে ভুল বুঝতে শুরু করে মিতুলকে। কিন্তু মিতুল সবটা ইন্দ্রকে খুলে বলায় ইন্দ্র তার পাশে দাঁড়ায়। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে কলির সিঁথিতে সিঁদুর পরানোর ঠিক আগেই এসে বাঁধা দেয় ইন্দ্র মিতুল আর অর্ক।

তাদের সাথেই হুইলচেয়ারে বসে এসেছে এক অপরিচিত মহিলা। যিনি বেশ অসুস্থ। মিতুলের দাবি ওনার ওই অবস্থার জন্য দায়ী একমাত্র অনির্বান। তাই কলির সাথে বিয়ের মণ্ডপে বসা অনির্বানের উদ্যেশ্যে মিতুলের হুঙ্কার ‘এই মেয়েটার সর্বনাশ করে আশ মেটেনি! এখন আবার কলি দিদির দিকে হাত বাড়িয়েছেন’? এরপরেই অনির্বানের দাবি মিতুল সব মিথ্যে বলছে সে ওই মেয়েটাকে চেনে না। তাররেই অর্কর থেকে বেল্ট চেয়ে নিয়ে মিতুল বলে ওঠে ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥