• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাংবাদিকের চাকরি ছেড়ে অভিনয়ে, প্রথম সিরিয়ালেই দর্শকদের মন জিতে আজও স্মরণীয় ‘মেম বউ’

Published on:

Bengali Serial,Mem Bou,Vinita Chatterjee,Mem Bou Actress,বাংলা সিরিয়াল,মেম বউ,বিনীতা চ্যাটার্জী,সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে

একসময়ের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মেম বউ’ (Mem Bou)। সেই ধারাবাহিকের মেম বউ অর্থাৎ ক্যারলকে মনে আছে নিশ্চই সকলের। সিরিয়ালটি খুব বেশিদিন না চললেও মেম বউ অর্থাৎ ক্যারল সকলের মনে রয়ে গেছে। কিন্তু সেই একটা ধারাবাহিকের পরেই পর্দা থেকে একেবারে হারিয়ে গেছেন তিনি। তাকে আর কখনও দেখা যায়নি। সেই বাঙালি বিদেশিনীর ভাষা সকলের কাছে বেশ মজার ছিল।

প্রায়শই সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোল হত। তবে তার সেই ভাষাই কিন্তু আজ সকলের মনে ক্যারলকে বাঁচিয়ে রেখেছে। ২০১৬ সালে ১৯ শে সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় ধারাবাহিকটি শুরু হয়। মাত্র ৮ মাসেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। এখানে নায়কের চরিত্রে ছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। আর ক্যারল ব্রাউন এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জী (Vinita Chatterjee)।

Mem Bou Bengali Serial

অভিনেত্রীকে পর্দায় দেখে তিনি বাঙালি না বিদেশিনী তা বোঝা বেশ মুশকিল ছিল। বিশেষত তার সোনালী চুল আর কটা নীল চোখ দেখে তাকে বোঝাই যেতনা। তার মুখের সাথে অদ্ভুত ভাবে গায়িকা মোনালি ঠাকুরের বেশ মিল পাওয়া যেত তাই বেশিরবাগ দর্শকই তাকে মোনালি ভাবতেন। তবে জানেন কি অভিনয় ছাড়াও এই অভিনেত্রীর ছিল আরেকটি পরিচয়। যা দর্শকের কাছে অজানাই থেকে গেছে।

Mem Bou Serial Actress Vinita Chatterjee

অভিনেত্রী বিনীতা অভিনয়ে আসার পূর্বে পেশায় ছিলেন একজন সাংবাদিক। অভিনয়ের জন্য সাংবাদিকতা ছাড়েন তিনি। তার প্রথম ধারাবাহিক ছিল একটি হিন্দি বিনোদন চ্যানেলে। একসময়ের জনপ্রিয় একটি ধারাবাহিক ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’ সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেন। এরপরই তিনি বাংলা সিরিয়াল ‘মেম বউ’ তে সুযোগ পান।

মেম বউ এর বিদেশিনী আসলে কলকাতারই মেয়ে। তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য। সিরিয়ালের মেয়াদ অল্প হলেও বিনীতার অভিনয় তাকে সকলের কাছে ক্যারল হিসাবেই পরিচিত করে রেখেছে। বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে আছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ সক্রিয় পাওয়া যায়। তিনি মেটাভার্সে নিজের মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥