বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে অন্যতম জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। একসময় টানা ৪৪ সপ্তাহ টিআরপি তালিকায় ফার্স্ট হয়ে রেকর্ড গড়েছিল মিঠাই। তবে বিগত কয়েকমাসে টিআরপি কমতে অনেক কিছুই পাল্টে গিয়েছে। একদিনে সিরিয়ালের সম্প্রচারের সময় বদলে গিয়েছে। অন্যদিকে মিঠাই মারা গিয়ে বড়সড় টুইস্ট এসেছে ধারাবাহিকে। তবে এতো ট্রেলার, এবার নাকি আরও বড়সড় টুইস্ট আসতে চলেছে মিঠাইয়ের গল্পে (Mithai Serial Big Twist)!
১৪ই নভেম্বর থেকে ৮টার প্রাইম স্লটের পরিবর্তে সন্ধ্যে ৬টা থেকে দেখা যাচ্ছে মিঠাই। গল্পে মিঠাই মারা যাওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে। ছেলে শাক্য বেশ কিছুটা বড় হয়েছে। তবে তাঁর দুস্টুমীতে রীতিমত অতিষ্ট বাবা সিদ্ধার্থ মোদক। এদিকে শাক্যর দিদিমণি হিসাবে মনোহরায় ফিরেছে মিঠি। তাকে দেখেই রীতিমত অবাক হয়ে গিয়েছে সকলে।
এদিকে বাড়ির সকলের যেখানে শাক্যকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে মিঠির সাথে দিব্যি মিশে গিয়েছে সে। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে শুরু থেকেই। এই দেখে বাড়ির কাকিমা থেকে ভাইঝি সকলেই সিদ্ধার্থের আস্থে মিঠির বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্য এর পিছনে দুটো বড় কারণ রয়েছে, এক মিঠিকে দেখতে হুবহু মিঠাইয়ের মত। অন্যদিকে শাক্যর সাথেও বেশ জমেছে তার।
ইতিমধ্যেই বাবার বিয়ে কথাও পৌঁছে গিয়েছে শাক্যর কানে। নতুন মা আসবে জানতে পেরে সৌমীর সাথে নয় মিঠির সাথে বিয়ে হোক চাইছে সেও। বাড়ির সকলের সামনেই শাক্য বলে বসে, ‘কেউ যদি আমার মা হয়ে আসতেই চায় তাহলে তুই আমার মা হয়ে যা’। বাড়ির সকলে তো বটেই দর্শকেরাও এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল। তাই এবার সিদ্ধার্থ আর মিঠির বিয়ে (Sid Mithi Wedding) নিয়ে শুরু হয়েছে জল্পনা।
নেটিজেনদের কারোর মতে, একদিকে প্রান্তিককে ভালোবেসে বাড়ি ছেড়ে এসেও ঠকেছে মিঠি। অন্যদিকে শাক্যর সাথে থেকে অল্পদিনেই মায়া পরে গিয়েছে তাঁর। এই সব মিলিয়ে হয়তো বিয়ের জন্য হ্যাঁ বলে দিতে পারে মিঠি। তো কিছুজনের মতে, সিঁদ-মিঠির বিয়ের মন্ডপেই হয়তো ফিরে আসবে মিঠাই। এমনই সমস্ত টুইস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। আসলে কি হবে সেটা আগামী দিনেই জানা যাবে। তবে সিরিয়ালে যে বড়সড় একটা টুইস্ট আসন্ন সেটা বোঝাই যাচ্ছে।