• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মনে হয় একটু বেশি বড়লোক, তাই ফ্রিজে জুতো রাখে’! সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড নিম ফুলের মধু

Published on:

নিম ফুলের মধু,Nim Fuler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,জুতো,Shoes,ফ্রিজ,Fridge,ভাইরাল ভিডিও,Viral Video

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। ইদানিং টেলিভিশনের পর্দায় একের পর এক শুরু হয়েছে নিত্য নতুন সিরিয়াল। তবে এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। যার জেরে মাঝেমধ্যেই দেখা যায় গল্পের গরুও গাছে ওঠে।

তাই সিরিয়ালে আজগুবি সব গল্প দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক হাসাহাসি। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে এমনই একটি নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Nim Fuler Madhu)। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করেছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা অভিনেত্রী পল্লবী শর্মা।

নিম ফুলের মধু,Nim Fuler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,জুতো,Shoes,ফ্রিজ,Fridge,ভাইরাল ভিডিও,Viral Video

এই ধারাবাহিকেই তার বিপরীতে জুটি বেঁধেছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সঙ্গীত অভিনেতা রুবেল দাস।  একেবারে নতুন ধরনের এই ধারাবাহিকে তাদের নাম হয়েছে পর্ণা (Parna) এবং সৃজন (Srijan)। আজকালকার দিনে বেশিরভাগ নায়ক নায়িকাদের লাভ ম্যারেজের দুনিয়াতে এই সিরিয়ালে জোর দেওয়া হয়েছে একেবারে দেখে শুনে করা অ্যারেঞ্জ ম্যারেজ-এর ওপর।

এই সিরিয়ালের নায়িকা পর্ণার ভীষণ পছন্দ যৌথ পরিবার। আর তার মনের মতোই সেই যৌথ পরিবারে বড় হয়ে উঠেছে নায়ক সৃজন। ধারাবাহিকের প্রোমো  দেখেই এতদিনে দর্শক বুঝতে পেরেছেন ধারাবাহিকের নায়কের ঠাকুমাই আগামী দিনে নায়িকা পর্ণার  খুব কাছের মানুষ হতে চলেছে। ইতিমধ্যে ধারাবাহিকে দেখা গিয়েছে গঙ্গার ঘাটে সৃজনের ঠাকুমা পড়ে গেলে তাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে পর্ণা।

এইভাবেই পর্ণা এবং সৃজনের পরিবারের মধ্যে তৈরি হয় যোগাযোগ। পর্ণাকেই নিজের নাত বউ করতে চান সৃজনের ঠাকুমা। এরই মধ্যে ধারাবাহিকে এই ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে তৈরি হয়েছে মজার মীম। সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছে তাড়াহুড়ো করে বাড়ির  বাড়ি থেকে বেরোনোর সময় নায়ক জুতো (Shoes) বার করছে ফ্রিজ (Fridge) খুলে।

নিম ফুলের মধু,Nim Fuler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,জুতো,Shoes,ফ্রিজ,Fridge,ভাইরাল ভিডিও,Viral Video

এইভাবে ফ্রিজ থেকে তাকে জুতো বার করতে দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। অনেকেই বিষয়টা দেখে সবাই ভীষণ মজা পেয়েছে। কেউ বলছেন ‘ফ্রিজে যে জুতো রাখে সেটা জি বাংলা সিরিয়াল না দেখলে জানতেই পারতাম না’। আবার কেউ লিখেছেন ‘ওরা মনে হয় একটু বেশি বড়লোক তাই ফ্রিজে জুতো রাখে’। আবার অনেকে বলেছেন ওটা খারাপ ফ্রিজ,আর মধ্যবিত্ত বাড়িতে কোনোকিছুই ফেলা যায়না ওই পুরোনো ফ্রিজটাও তেমনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥