• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুর্নিশ সব্যসাচীর ভালোবাসা ও মনের জোরকে, ঐন্দ্রিলার পাশে থাকার বার্তা দিলেন ঋতুপর্ণা

Published on:

Rituparna Sengupta also standing beside Aindrila Sharma Sabyasachi Chowdhury

বিগত কয়েকদিন আশঙ্কার মধ্যে দিয়ে কাটার পর অবশেষে সুখবর এল। আগের থেকে একটু হলেও উন্নতি হয়েছে ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) স্বাস্থ্যের। এদিন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) জানান, আগের থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে, ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছেন অভিনেত্রী। অভিনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করছেন গোটা পরিবার থেকে শুরু করে হাজারো বাংলার মানুষেরা। সকলেই চাইছেন মিরাক্যাল হোক, সুস্থ হয়ে উঠুন ঐন্দ্রিলা। এমনকি টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta) প্রতিনিয়ত খোঁজ রাখছেন ঐন্দ্রিলার।

আজ ১৮ দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। তাঁর সুস্থতার জন্য বাংলার মানুষের পাশাপাশি প্রার্থনা করছেন বাংলা ইন্ডাস্ট্রির সাথে জড়িত সকলেই। অনেকেই ঐন্দ্রিলাকে বিয়ে বার্তা দিয়েছেন। এবার টেলি অভিনেত্রী ঋতুপর্ণাও বার্তা দিলেন ঐন্দ্রিলাকে নিয়ে। অভিনেত্রীর স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুস্থতার জন্য প্রার্থনা করছেন তিনিও।

Rituparna Sengupta on Aindrila Sharma health

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ঐন্দ্রিলাকে নিয়ে বার্তার নিয়েছেন ঋতুপর্ণা। তিনি জানান, সব্যসাচীর থেকে নিয়মিত খবর নিচ্ছেন ঐন্দ্রিলার বিষয়ে। বিগত কয়েকদিন বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে ঐন্দ্রিলা। সাথে সব্যসাচীর ভালোবাসা ও মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন ঋতুপর্ণা।

ঐন্দ্রিলার স্বাস্থ্য সম্পর্কে গতকাল অর্থাৎ শুক্রবার সকালে জানা গিয়েছিল পরিস্থিতি বেশ সঙ্কটজনক। গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ১৫ র মধ‍্যে ৩ এর কাছে, যেটা সত্যিই চিন্তার বিষয়। এই খবর পেয়ে চিন্তায় পরে গিয়েছিলেন অনেকেই। তবে, সম্প্রতি জানা গিয়েছে আসার আলো দেখা যাচ্ছে। এখনও সঙ্কটজনক পরিস্থিতি থেকে বাইরে আসেননি ঠিকই তবে ঐন্দ্রিলার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।

এদিন সোশ্যাল মিডিয়াতে সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অভিনেতা সব্যসাচী। পোস্টে তিনি জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা, চেষ্টা করছেন ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার। একপ্রকার সাপোর্ট ছাড়াই আছেন অভিনেত্রী এই মুহূর্তে। তাঁর দৃঢ় বিশ্বাস ঐন্দ্রিলা ঠিক ফিরবে। এছাড়াও গায়ক অরিজিৎ সিংও পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥