জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoi)। এই সিরিয়ালটির গল্প খুব সুন্দর ভাবে শুরু করা হয়েছিল। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা না পেলেও ধারাবাহিকের কলাকুশলীরা বিশেষত উর্মি ও সাত্যকি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) ও অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writhik Mukherjee) দর্শকের বেশ প্রিয় হয়ে উঠেছেন। তাদের জুটি দর্শকের বেশ পছন্দের।
তবে সম্প্রতি খবর পাওয়া গেছে এই ধারাবাহিকটিও খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। আসলে টিআরপি তালিকায় (TRP List) এ বেশ পিছিয়েই আছে ধারাবাহিকটি। জানা যাচ্ছে সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই হয়তো এই ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। এই খবর জানতে পেরে মন খারাপ হয়েছে অনুরাগীদের।
তবে এরই মাঝে অভিনেত্রী তার নতুন করে ফিরে আসা নিয়ে চমকে দিলেন নিজের অনুরাগীদের। সম্প্রতি, অভিনেত্রী নিজের ইন্সটা ওয়ালে কিছু ছবি শেয়ার করেছেন। এমনকি নিজের ফেসবুক পেজেও লিখেছেন, ‘আসছে………………’। অভিনেত্রীর এই ছবি ও ছোট্ট ক্যাপশন তার ভক্তদের মাঝে ঝড় তুলেছে। অভিনেত্রী তাহলে আবার নতুন সিরিয়ালে ফিরছেন। এই পথ তাহলে খুব শীঘ্রই শেষ হতে চলেছে?
অভিনেত্রী যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে তিনি মীরার বেশে সেজেছেন। মীরার বেশে অপূর্ব লাগছে অভিনেত্রীকে। শ্রীকৃষ্ণের মূর্তির সামনে মীরার স্নিগ্ধ সাজে বসে আছেন একাকী মীরা। তার অনেক অনুরাগী সেই ছবি গুলিতে মন্তব্য করেছেন, ‘কি সুন্দর মানিয়েছে তোমাকে মিরা রুপে, অপুর্ব লাগছে’। তো কেউ লিখেছেন, ‘ছবি দেখে ভাষা হারিয়ে ফেলেছি, এতো সুন্দর কেউ হতে পারে, এতাে সিগ্ধ এতো মিস্টি লাগছে কি বলবো’।
অভিনেত্রীর এই ছবিগুলি দেখে অনেকেই মনে করেছেন তিনি হয়ত নতুন কোনো প্রজেক্ট নিয়ে পর্দায় আসছেন। কিন্তু এগুলি আসলে তার নতুন ফটোশুটের কিছু মুহূর্ত মাত্র। সূর্যেন্দু সেনের ক্যামেরায় বন্দি হয়েছেন মীরার সাজে অভিনেত্রী অন্বেষা। অভিনেত্রী সেই ছবিগুলির মধ্যে থেকে কয়েকটি ছবি নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আর চমক যে এখনও অপেক্ষা করছে সেই হিন্ট ও দিয়েছেন।
প্রসঙ্গত, অন্বেষা পর্দায় বেশ একজন প্রাণোচ্ছল অভিনেত্রী। তার অভিনীত চরিত্র গুলি এখনও পর্যন্ত দর্শকের সামনে তাকে এক শিশুসুলভ ব্যক্তিত্বে প্রকাশ করেছে। বাকি অভিনেত্রীদের মতো অন্বেষাও বেশ সুন্দরী। ২০২১ সালে কালারস্ বাংলার ‘কাজাললতা’ নামক একটি সিরিজ দিয়ে নিজের অভিনয় শুরু করেছিলেন। এরপর তিনি স্টার জলসার একটি মজার ভৌতিক ধারাবাহিক ‘চুনি পান্না’য় চুনির ভূমিকায় অভিনয় করেছেন। আর বর্তমানে তিনি জী বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করছেন।