বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। বর্তমানে তার ক্রেজ কিছুটা কমলেও জনপ্রিয়তা একেবারে হারিয়ে ফেলেনি মিঠাই। ধারাবাহিকে বর্তমানে চলছে দুর্দান্ত পর্ব। সম্প্রতি, ধারাবাহিকে কয়েক দিনের মধ্যে গল্পকে খুব দ্রুত টেনে নিয়ে যাওয়া হয়েছে। মিঠাইয়ের মা হওয়া থেকে তার ছেলের বড় হওয়া, অবশেষে মিঠাইয়ের মৃত্যু। তবে গল্পের এমন এক চমকদার মোড় আনার সাথে সাথে গল্পে গড়ে উঠেছে রহস্য।
মোদকদের শত্রু আদিত্য আগরওয়ালের পরিকল্পনাতে মিঠাইকে আগুনের মাঝে বিপদে পড়তে দেখা যায়। সবাই যেখানে একেবারে নিশ্চিত যে মিঠাই আর বেঁচে নেই। সেখানেই ঘটে যায় মিরাক্কেল। মনোহরায় আসে একটি মেয়ে। যাকে হুবহু মিঠাইয়ের মতো দেখতে। কিন্তু তার নাম মিঠি। মিঠাই নয়। তবে এই মিঠিকে দেখে চমকে উঠেছেন সকলেই সম্পূর্ণ মনোহরা পরিবার সহ মিঠাই ভক্তরাও।
অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, মিঠাই সত্যি আর কখনও ফিরে আসবে না? এই মিঠি (Mithi) কে? মিঠাইয়ের সাথে তার কি কোনোভাবে কোনো যোগাযোগ থাকতে পারে? আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল মিঠি মিঠাই কিনা! দর্শক মনে হাজারো প্রশ্নের ঝড় উঠলেও উত্তর দেবে ধারাবাহিকের চলতি পর্ব গুলি। তবে এই সবের মাঝে অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) তার অনুরাগীদের দিলেন খুশির খবর।
মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন, মিঠাই মরেনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যখন ধারাবাহিকের নামটাই মিঠাই তখন সেখানে মিঠাই কিকরে মোর যেতে পারে? আর খুব শীঘ্রই দর্শক আবার মিঠাইকে দেখতে পাবেন। তবে মিঠি মিঠাই জল্পনায় কোনো রকম মন্তব্য করেননি অভিনেত্রী।
তবে ধারাবাহিকের এমন একটা ট্র্যাক তাকে আবার বেঙ্গল টপারের তকমা ফিরিয়ে দিতে পারে। এই সপ্তাহে টিআরপি তালিকায় মিঠাই তার দশম স্থান থেকে উপরের দিকে উঠে এসেছে। তাই অনুরাগীরা মনে করছেন এই সাসপেন্স বা গল্পের মোড় ধরে রাখলে মিঠাই হয়ত আবার প্রথম স্থান অর্জন করে নেবে টিআরপি তালিকায়।
প্রসঙ্গত, দর্শক ধারাবাহিকে মিঠাইয়ের দুস্টু মিষ্টি স্বভাব, প্রাণোচ্ছল স্বভাব মিস করলেও মিঠিকে দর্শকের বেশ পছন্দ। বিশেষ করে মিঠাই ও সিদ্ধার্থর ছেলে শাক্য বেশ বন্ধুত্ব পেয়েছে মিঠির সাথে। সে মিঠিকে নিজের দুস্টুমীতে পার্টনার বানিয়েছে। মিঠিও বেশ শাক্যকে সঙ্গ দিয়ে চলেছে। আর এখন মূলত এই দুই বন্ধুর দুস্টুমীতে মন মজেছে দর্শকের। তবে অভিনেত্রীর কথা অনুযায়ী আবার কবে মিঠাই ফিরছে তা দেখার জন্য দর্শক বেশ আগ্রহী হয়ে রয়েছেন।