সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করে অথচ স্যান্ডি সাহাকে (Sandy Saha) চেনে না এমন মানুষ আজকালকার দিনে হয়তো কমই রয়েছে। প্রায়শই নাইটি পড়ে দেখা মেলে স্যান্ডির, এছাড়াও কখনো সর্বাঙ্গে বাদাম সেঁটে তো কখনো কমলালেবু ঝুলিয়ে নাচতে আর পাগলামি করতে দেখা যায় তাকে। মজার সেই সমস্ত কান্ড কারখানা ফেসবুক, ইউটিউবে শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন স্যান্ডি। তবে এবার আবারও নতুনত্ব সাজে হাজির হয়েছে স্যান্ডি।
বিচিত্র পোশাক পরে রাস্তায় স্যান্ডির কান্ড কারখানা আগেও সকলে দেখেছেন। একসময় মা উড়ালপুল বৃষ্টির দিনে স্যান্ডির নাচ হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছিল। এরপর নাইটি পরেই স্বপ্নের গাড়ি কেনা থেকে এয়ারপোর্টে যাওয়া ও বিদেশ ভ্রমণ পর্যন্ত করে ফেলেছে সে। তবে শুধু নাইটি নয়, বিভিন্ন ধরণের বস্তু দিয়েই নিজের গা ঢাকতে পারে স্যান্ডি। এই যেমন সম্প্রতি কলাপাতা দিয়ে একেবারে ইউনিক স্টাইলে হাজির হয়েছে স্যান্ডি।
বঙ্গে শীত পড়তে যেখানে জ্যাকেট খুঁজছে বাঙালি সেখানে শুধুমাত্র কলাপাতা জড়িয়েই রাস্তায় বেরিয়ে পড়েছে স্যান্ডি। বাজার থেকে শুরু করে রাস্তার মোড়ে, স্টেশনে এমনকি রেস্তোরাঁতে খাবার খেতেও ঢুকেছিলেন কলাপাতা গায়ে সেঁটেই। যেমনটা জানা যাচ্ছে এদিন স্যান্ডির গন্তব্য ছিল ব্যারাকপুর। স্বাভাবিকভাবেই এমন বিচিত্র সাজ নজর কেড়েছে পথচলতি মানুষের।
অটো থেকে শুরু করে বাইক তারপর ট্রেনে চেপে ব্যারাকপুরে পৌঁছে গিয়েছিল স্যান্ডি। কিন্তু মুশকিল হল রাস্তাতেই কেলেঙ্কারি কান্ড ঘটে গিয়েছিল! কলাপাতা গায়ে সেঁটে স্টেশনের সামনেই এক ডাব বিক্রেতার সামনে নাচানাচি করতে শুরু করেছিল স্যান্ডি। সেখানেই এক গরুর সামনে পড়তে হয় তাকে, আর সেই গরু স্যান্ডির গায়ের কলাপাতা খেতে শুরু করে! একপ্রকার মাঝ রাস্তায় বস্ত্রহরণ হয়ে যায় স্যান্ডির!
কলাপাতা গরুতে খেয়ে নেওয়ায় পোশাক কিনতে বাধ্য হয় স্যান্ডি। তাই পাশের একটি দোকান থেকে পছন্দের নাইটি বেশ দরদাম করে কিনে পরে ফেলে সে। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যা দেখে রীতিমত হেসে গড়াগড়ি খাওয়ার মত অবস্থা নেটিজেনদের। অবশ্য স্যান্ডির এমন বিদঘুটে হাস্যকর কান্ড কারখানা এই প্রথমবার নয়।
প্রসঙ্গত, স্যান্ডির ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগই হাসতে থাকেন বা খিল্লি শুরু করেন। তবে অনেকেই আবার এই ধরণের কীর্তি কলাপ বড্ডো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন। তবে সমালোচনা হোক কিংবা ট্রোল, স্যান্ডির কলাপাতা সুন্দরী হওয়ার ভিডিও যে নেটপাড়ায় ভাইরাল তা বলে দিচ্ছে ভিডিওতে হওয়া দর্শকের সংখ্যা।