বলিউডের (Bollywood) বিতর্কিত সমালোচক কেআরকে (KRK) কোনও না কোনও কারণে ঠিক সংবাদমাধ্যমের শিরোনামে চলেই আসেন। কখনও কোনও তারকাকে নিশানা করে, আবার কখনও কোনও সিনেমাকে তুলোধনা করে- কেআরকে আর বিতর্ক যেন দিন দিন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি যেমন শাহরুখ খানের (Shah Rukh Khan) মেগা বাজেট ছবি নিয়ে একটি বড় চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর আগামী বছর নায়ক হিসেবে প্রত্যাবর্তন করছেন ‘কিং খান’। পরপর তিনটি বিগ বাজেট সিনেমা নিয়ে আসছেন তিনি। প্রিয় তারকার কামব্যাক ধামাকেদার হবে- এই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। কিন্তু এসবের মাঝেই বড় চ্যালেঞ্জ নিলেন কেআরকে। ঘোষণা করলেন, শাহরুখের আগামী মেগা বাজেট ছবি ‘পাঠান’ (Pathaan) যদি হিট হয় তাহলে নাকি তিনি চলচ্চিত্র সমালোচনাই ছেড়ে দেবেন!
সম্প্রতি কেআরকে ঘোষণা করেছেন, যদি শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়ে তাহলে তিনি কোনও ছবি নিয়ে একটিও কথা বলবেন না। আর তাঁর এই বক্তব্য শোনার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। কারণ ইন্ডাস্ট্রির গুঞ্জন, কেআরকে যা বলেন তা নাকি ঠিক ফলে যায়!
বি টাউনের এই চলচ্চিত্র সমালোচক এর আগেও বহু সিনেমার ফ্লপ হওয়া নিয়ে বাজি ধরেছেন এবং আশ্চর্যজনকভাবে সেগুলি ফ্লপও করেছে। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, ক্যাটরিনা কাইফের ‘ফোন ভূত’এর ক্ষেত্রেও তিনি একই কথা বলেছিলেন এবং সত্যিই ছবিগুলি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি।
এবার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ রিলিজের আগেই ছবি ফ্লপ হওয়া নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন কেআরকে। তাই স্বাভাবিকভাবেই তাঁর ভবিষ্যদ্বাণীর পুরনো ট্র্যাক রেকর্ড দেখে খানিক চিন্তায় পড়েছে ‘বাদশা’র অনুরাগীরা।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও কেআরকে দাবি করেছিলেন ‘কিং খান’এর আসন্ন সিনেমা ‘পাঠান’ বক্স অফিসে চরম ব্যর্থ হবে। স্পষ্ট বলেছিলেন, ‘চরম ব্যর্থ হবে এই সিনেমা। শাহরুখ খানের কেরিয়ারও শেষ হয়ে যাবে’। ‘পাঠান’ শেষ পর্যন্ত হিট হবে না ফ্লপ হবে তা জানার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হলেও অনেকে কেআরকে’র ফিল্ম রিভিউ ছাড়ার প্রতিজ্ঞাকে ‘ভুয়ো’ বলে দাবি করছেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে এই বিতর্কিত সমালোচক জানিয়েছিলেন, ‘লাল সিং চাড্ডা’র পর রিটায়ার করবেন তিনি। কিন্তু করেননি। শেষে জানান, ‘বিক্রম বেধা’র পরই বিদায় নেবেন। তাও নেননি। তাই শেষ পর্যন্ত ‘পাঠান’ হিট করলেও কেআরকে চলচ্চিত্র সমালোচনা ছাড়বেন কিনা তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েই গিয়েছে।