বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখতে কে না ভালবাসেন। তবে এখনকার দিনে বেশি টিআরপি পাওয়ার আশায় বেশিরভাগ সিরিয়ালে দেখা যায় গল্পের গরু গাছে ওঠে। এই তালিকায় বেশ কিছুদিন ধরেই নাম জুড়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মাধবীলতা’ (Madhabilata)-র। সেই শুরু থেকেই নানান ধরনের সব আজগুবি গল্প দেখিয়ে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল।
ধারাবাহিকে নায়িকা মাধবীলতা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia)। তার বিপরীতে নায়ক সবুজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুস্মিত মুখার্জি (Sushmit Mukherjee)। শুরু থেকেই টিআরপিতেও বেশ ভালোই রেজাল্ট করেছে মাধবীলতা। অল্পদিনেই টিআরপি তালিকার সেরা ৫-এ জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ছবি তুলতে গিয়ে জঙ্গলের মধ্যে মাধবীলতাকে দেখে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল নায়কের। পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সে। তার সাথেই বেশ নাটকীয়ভাবে বিয়ে হয় মাধবীর। কিন্তু সবুজকে আগে থেকেই ভালোবাসতো খল নায়িকা বিজয়িনী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো (New Promo)।
যেখানে দেখা যাচ্ছে একদল গুন্ডা ভালো করে মাধবীলতার বরকে বসিয়েছে বিয়ের পিঁড়িতে। পাত্রী বিজয়িনী, কিন্তু বিয়ের মন্ডপে বসেও সবুজ জানাতে থাকে সে মাধবীলতা কেই ভালোবাসে, সে বিবাহিত। কিন্তু তারপরেও গুন্ডারা তার মাথার চারিদিকে বন্দুক দিয়ে ঘিরে ধরে। তখনই হাতে সিঁদুর নিয়ে বিজয়িনীকে পড়াতে গিয়ে মাধবী বলে চিৎকার করে ওঠে সবুজ।
আর তখনই জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকা মাধবী বৃষ্টি হতেই জেগে ওঠে। এরপরেই কুড়ুল নিয়ে চিৎকার করে ওঠে মাধবী। এই পর্ব দেখে শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি, প্রসঙ্গত এই বিজয়িনী আসলে যমুনা ঢাকি সিরিয়ালে আর্যা চরিত্রের অভিনেত্রী ছিলেন। যিনি ওই সিরিয়ালে বিয়ের পিড়িতে বসেওলগ্ন ভ্রষ্টা হয়েছেন বহুবার।
আর এই সিরিয়ালেও দু-দুবার বিয়ের পিঁড়িতে বসায় নেটিজেনরা বলছেন ‘এই আর্যা বেহায়া মেয়েটা আর শুধরালো না। পরের বর নিয়ে টানাটানি স্বভাব টা আর গেলো না’। অন্যদিকে মাধবীলতা তে আবার বিয়ের প্রোমো দেখে এক নেটিজেনের কটাক্ষ ‘এবার বেঙ্গল টপার টো হয়ে যাবেক’!